যুক্তরাষ্ট্রের সেকেন্ড লেডি উষা ভ্যান্স চতুর্থ সন্তানের মা হতে যাচ্ছেন। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, আসন্ন গ্রীষ্মে তাদের সংসারে আসছে একটি ছেলে সন্তান।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে এক যৌথ ঘোষণায় এ খবর জানান জেডি ও উষা ভ্যান্স। বিবৃতিতে তারা বলেন, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, উষা আমাদের চতুর্থ সন্তানের গর্ভবতী। এটি একটি ছেলে শিশু। উষা ও অনাগত সন্তান দুজনেই ভালো আছে। আগামী জুলাইয়ের শেষ দিকে আমরা তাকে স্বাগত জানানোর অপেক্ষায় আছি।
এ দম্পতির ইতোমধ্যে তিন সন্তান রয়েছে ইওয়ান, বিবেক ও মিরাবেল। দেশীয় ও আন্তর্জাতিক সফরে তাদের সন্তানদের প্রায়ই সঙ্গে দেখা যায়।
উষা ভ্যান্স দায়িত্বে থাকা অবস্থায় সন্তান জন্ম দেওয়া প্রথম সেকেন্ড লেডি হতে যাচ্ছেন। যদিও এটি সেকেন্ড লেডির ক্ষেত্রে নজিরবিহীন, তবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে ফার্স্ট লেডিদের মধ্যে এর উদাহরণ রয়েছে। ১৮৯৩ সালে প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ডের স্ত্রী ফ্রান্সেস ক্লিভল্যান্ড হোয়াইট হাউসেই কন্যা সন্তানের জন্ম দেন। আবার ১৯৬৩ সালে ফার্স্ট লেডি জ্যাকলিন কেনেডির তৃতীয় সন্তান প্যাট্রিক বুভিয়ের কেনেডি অকাল জন্ম নিয়ে দুই দিনের মাথায় মারা যায়।
ঘোষণায় জেডি ও উষা ভ্যান্স বলেন, এই সময়টি তাদের জন্য একই সঙ্গে ‘উত্তেজনাপূর্ণ ও ব্যস্ত’। পাশাপাশি তারা চিকিৎসাসেবায় নিয়োজিত সামরিক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেডি ভ্যান্স দায়িত্ব নেওয়ার পর উষা ভ্যান্স তার উচ্চপর্যায়ের আইনজীবী পেশা থেকে সরে এসে স্বামীর সঙ্গে বিভিন্ন সরকারি আয়োজনে উপস্থিত ছিলেন।
এদিকে আগামী মাসে ইতালির মিলানে অনুষ্ঠিতব্য ২০২৬ শীতকালীন অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে ভ্যান্স দম্পতির। ব্যক্তিগত আনন্দ ও রাষ্ট্রীয় দায়িত্ব দুটোর মাঝেই ভারসাম্য রেখে এগিয়ে চলছেন তারা।
এমকে/টিএ