নিরাপত্তার জন্য ব্যক্তিগত গানম্যানের আবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনে দশদলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী আব্দুল হান্নান মাসউদ।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নোয়াখালীর ছয়টি আসন থেকে নির্বাচনে ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে দুইজন নিরাপত্তার জন্য ব্যক্তিগত গানম্যানের আবেদন করেছেন।
তারা হলেন নোয়াখালী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমান ও নোয়াখালী-৬ আসনের জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী আব্দুল হান্নান মাসউদ। আবেদনকারীদের আবেদন পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান জেলা প্রশাসক।
এসকে/টিএ