হাঁস প্রতীক পেয়েছেন হাসিনা খান চৌধুরী। তিনি ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের স্বতন্ত্র প্রার্থী। এই আসনের সাবেক তিনবারের এমপি খুররম খান চৌধুরীর স্ত্রী।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সাইফুর রহমান তাকে প্রতীক বরাদ্দ দেন।
জানা যায়, বিএনপির দলীয় মনোনয়ন চেয়ে ব্যর্থ হয়ে হাসিনা খান এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। যাচাই-বাচাইয়ে মনোনয়ন বাতিল হলে আপিলে ফিরে পান। এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন আরেক সাবেক এমপি আনোয়রুল হোসেন খান চৌধুরীর ছেলে ইয়াসের খান চৌধুরী। তিনি স্বতন্ত্র প্রার্থী হাসিনা খান চৌধুরীর ভাতিজা।
এ ছাড়া এ আসনে লড়ছেন বিডিপি প্রার্থী (জোট) আনোয়ার হোসেন চান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা সাইদুর রহমান, জাতীয় পার্টির হাসনাত মাহমুদ তারিক ও গণফোরামের লতিফুর বারী হামীম।
আরআই/টিএ