পীরগাছায় আবু সাঈদসহ একাধিক হত্যা মামলার আসামি জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ হোসেন লিটন পুলিশ হেফাজতে থাকা অবস্থায় পালিয়ে গেছেন।
তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হান্নানের ছেলে ও স্থানীয় দেউতি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। স্থানীয়রা জানায়, লিটনকে গ্রেফতারের পর তার পরিবারের সদস্যসহ কয়েকজন নারী পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন।
একপর্যায়ে এক নারী পুলিশ সদস্যেকে পেছন থেকে জাপটে ধরেন। অপর এক নারী হাতে কামড় দিলে হ্যান্ডকাফ পরিহিত ও বিবস্ত্র অবস্থায় লিটন পালিয়ে যান। লিটনের চাচা ছফির উদ্দিন বলেন, ‘পুলিশকে জুতা আর ঝাড়ুপেটা করে লিটনকে হ্যান্ডকাফসহ ছাড়িয়ে নেওয়া হয়েছে।
ওসি একেএম খন্দকার মহিব্বুল ইসলাম আসামি পালানোর ঘটনাটি স্বীকার করলেও হ্যান্ডকাফ পরিহিত থাকার বিষয়টি গুজব বলে জানান।