রাজধানীর মিরপুরে আয়োজিত সমাবেশের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ২টার পর মিরপুর-১০ নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ শুরু হওয়ার কথা।
এর আগে সকাল থেকে চলে জনসভাস্থলের প্রস্তুতির কাজ। জামায়াতের স্বেচ্ছাসেবকদের পাশাপাশি সভাস্থলে নিরাপত্তার জন্য রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
জামায়াতের নেতাকর্মীরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করেন। তারা বলেন, জামায়াত আমির আজ সবার অংশগ্রহণে সুন্দর দেশ গঠনের বার্তা পৌঁছে দিবেন।
এদিকে, আগামী ২৩ ও ২৪ জানুয়ারি তিনি নির্বাচনী সফরে উত্তরাঞ্চল যাবেন ডা. শফিকুর রহমান। সেখানে পঞ্চগড় জেলা দিয়ে উত্তরাঞ্চলের প্রচারণা শুরু করবেন তিনি।
ইউটি/টিএ