বলিউডের অন্যতম জনপ্রিয় ও মিষ্টি স্বভাবের অভিনেত্রী হিসেবেই পরিচিত কিয়ারা আদভানি। কিন্তু সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের করা একটি দাবি ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গেছে নেটদুনিয়ায়। তার অভিযোগ, মাঝ আকাশে বিমানে বসার জায়গা নিয়ে ওই ব্যক্তির মায়ের সঙ্গে অত্যন্ত রুক্ষ এবং অসংবেদনশীল আচরণ করেছেন অভিনেত্রী।
একটি ভাইরাল পোস্টে ওই ইনফ্লুয়েন্সার দাবি করেছেন, সম্প্রতি একটি বিমানযাত্রার সময় ভুলবশত তার মা কিয়ারা আদভানির সিটে বসে পড়েছিলেন।
বিষয়টি খেয়াল করার পর তার মা দ্রুত ক্ষমা চেয়ে নিজের ভুল স্বীকার করেন। কিন্তু অভিযোগকারীর দাবি অনুযায়ী, কিয়ারা বিষয়টি সহজভাবে নেননি। বরং তিনি নাকি ওই বয়স্ক নারী ওপর যথেষ্ট বিরক্ত হন এবং তার সঙ্গে বেশ রূঢ় ভাষায় কথা বলেন।
ওই ব্যক্তির মতে, একজন অভিনেত্রী হিসেবে কিয়ারা আরও একটু ধৈর্য ও ভদ্রতা দেখাতে পারতেন। এই বিষয়টি সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই কিয়ারার অনুরাগীদের একাংশ এই দাবি মানতে নারাজ। তাঁদের মতে, পর্দার বাইরের কিয়ারা অত্যন্ত বিনয়ী এবং কোনও চাক্ষুষ প্রমাণ বা ভিডিও ছাড়া এমন অভিযোগ ভিত্তিহীন।