কোনো দলের আর্থিক প্রলোভনে বিভ্রান্ত না হয়ে যোগ্য প্রার্থীকে নিজের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান ঢাকা-১৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক।
মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত ও মোনাজাত করছেন ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে রাজধানীর মিরপুর ১০ নম্বরের ‘সি’ ব্লক এলাকা থেকে গণসংযোগ শুরুর আগে এ কথা বলেন তিনি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। এসময় তিনি কোনো দলের আর্থিক প্রলোভনে বিভ্রান্ত না হয়ে যোগ্য প্রার্থীকে নিজের ভোটাধিকার প্রয়োগ করার কথা জানান।
সকালে মিরপুর ১০ নম্বরের ‘সি’ ব্লক এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। এর আগে তিনি মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে যান। সেখানে তার বাবা-মায়ের কবর জিয়ারত ও মোনাজাতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন। পরে নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী এলাকায় প্রচারণা নামেন। আশেপাশের ভোটারদের দৃষ্টি আকর্ষণ করে ভোট প্রার্থণা করেন।
একটি দল বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের মোবাইল ব্যাংকিং নাম্বার ও এনআইডি সংগ্রহ করছে। তাদের এমন প্রলোভনে পড়ে ভোটারদের প্রভাবিত না হওয়ার কথা জানান আমিনুল ইসলাম। এ সময় নির্বাচনের পরিবেশে নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।
এদিকে প্রচারণার শুরুর দিনেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় ভোটাররা। বলেন, দীর্ঘদিন পরে নিজেদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করে নিজেদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চান তারা। যার প্রতিফলন ঘটবে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে।
এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ১ হাজার ৯৭৩ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রতীক বরাদ্দের মধ্যে দিয়ে শুরু হলো নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। যা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।
এসকে/এসএন