আমি একজন স্বৈরশাসক: ট্রাম্প

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ভাষণের পর নিজেকেই ‘স্বৈরশাসক’ আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, কখনও কখনও একজন স্বৈরশাসকের প্রয়োজন হয়। এমন মন্তব্যের পাশাপাশি গ্রিনল্যান্ড, কানাডা ও ইউরোপ নিয়ে তার বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। খবর এনডিটিভি

বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেন, ‘আমরা দারুণ একটা ভাষণ দিয়েছি, অসাধারণ প্রতিক্রিয়া পেয়েছি। বিশ্বাসই হচ্ছে না, সবাই ভালো রিভিউ দিয়েছে’। এরপর তিনি বলেন, ‘সাধারণত তারা বলে- ‘ও ভয়ঙ্কর একজন স্বৈরশাসক ধরনের মানুষ’। আমি তো স্বৈরশাসকই’। এরপর তিনি বলেন, ‘কিন্তু কখনও কখনও একজন স্বৈরশাসক দরকার! তবে এবার তারা সেটা বলেনি। এটা সাধারণ বোধের ওপর ভিত্তি করে বলা- এটা রক্ষণশীল বা উদারপন্থি কিছু নয়।’

এনডিটিভি বলছে, দাভোসে ট্রাম্পের দেয়া ভাষণ নিয়ে ব্যাপক হাস্যরস ও সমালোচনা হয়েছে। ওই ভাষণে ট্রাম্প আবারও যুক্তরাষ্ট্রের হাতে গ্রিনল্যান্ড নেয়ার দাবি তোলেন এবং কানাডা ও ইউরোপের প্রতি হুমকিমূলক বক্তব্য দেন।

অবশ্য নিজেকে স্বৈরশাসকের সঙ্গে তুলনা করার ঘটনা এটিই প্রথম নয়। গত বছরের আগস্টে ওয়াশিংটনে অপরাধ ও অভিবাসন দমনে ন্যাশনাল গার্ড মোতায়েন এবং পতাকা পোড়ানোর ঘটনায় মামলা করার নির্দেশে স্বাক্ষর করার সময় ট্রাম্প বলেছিলেন, আমেরিকানরা হয়তো একজন স্বৈরশাসকই চাইছে। তিনি তখন অভিযোগ করেছিলেন, অপরাধ ও অভিবাসন দমনে নেয়া তার কঠোর পদক্ষেপের কৃতিত্ব তিনি পাচ্ছেন না।

সে সময় তিনি সাংবাদিকদের বলেছিলেন, ‘তারা বলে, আমাদের তাকে দরকার নেই। স্বাধীনতা, স্বাধীনতা। সে স্বৈরশাসক। অনেক মানুষ বলছে, হয়তো আমরা একজন স্বৈরশাসকই পছন্দ করি’। তবে এরপরই তিনি বলেন, ‘আমি স্বৈরশাসক পছন্দ করি না। আমি স্বৈরশাসক নই। আমি সাধারণ বোধসম্পন্ন একজন মানুষ এবং বুদ্ধিমান ব্যক্তি।’

এছাড়া ২০২৪ সালের নির্বাচনের আগে ফক্স নিউজের শন হ্যানিটির সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার প্রথম দিন একজন স্বৈরশাসকের মতো হবেন- তবে তা কেবল প্রথম দিনই।


অবশ্য শক্ত হাতে শাসন করা নেতাদের প্রতি ট্রাম্পের প্রশংসা নতুন নয়। তিনি বহুবার কর্তৃত্ববাদী নেতাদের শক্তি, বুদ্ধিমত্তা ও নিয়ন্ত্রণ ক্ষমতার প্রশংসা করেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ট্রাম্প বারবার ‘বুদ্ধিমান’, ‘খুবই বুদ্ধিমান’ ও ‘শক্তিশালী নেতা’ বলেছেন। ২০২২ সালে ইউক্রেনে পুতিনের আগ্রাসনকে তিনি ‘চমৎকার বুদ্ধির কাজ’ ও ‘চতুর পদক্ষেপ’ বলেও প্রশংসা করেছিলেন।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে তিনি ‘শক্তিশালী’, ‘খুব সম্মানিত’ এবং ‘হলিউডের কেন্দ্রীয় চরিত্রের মতো’ বলে উল্লেখ করেছেন। তার ভাষায়, ‘হলিউডেও কেউ এই চরিত্রটা ঠিকমতো অভিনয় করতে পারবে না’। এছাড়া উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে তিনি ‘কঠোর’ ও ‘খুব চালাক মানুষ’ বলেছেন এবং ২০১৮ সালে এমনও মন্তব্য করেছিলেন যে তারা দুজন ‘প্রেমে পড়ে গিয়েছিলেন’।

এদিকে কয়েক সপ্তাহের হুমকির পর ট্রাম্প অবশেষে গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার বিরোধিতা করা দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি থেকে সরে এসেছেন এবং শক্তি প্রয়োগের সম্ভাবনাও নাকচ করেন। বরং তিনি ইঙ্গিত দেন, আর্কটিক দ্বীপটি নিয়ে একটি কাঠামোগত চুক্তির পথ তৈরি হচ্ছে। তবে শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করে গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা থেকে হঠাৎ সরে দাঁড়ানোয় বৃহস্পতিবার কিছুটা স্বস্তি ফিরে এলেও ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি।

টিজে/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচন ভন্ডুলের চেষ্টা হলে সরকারের কাউকে দেশ থেকে বের হতে দেব না: পাপিয়া Jan 22, 2026
img
কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি Jan 22, 2026
img
গ্রিনল্যান্ডের দাম ঠিক করে দিলেন পুতিন Jan 22, 2026
img
নির্বাচনের আগে ও পরে অনলাইনে নজরদারি করবে সিআইডি Jan 22, 2026
img
ভোট ইঞ্জিনিয়ারিংয়ের চিন্তা করলে পিঠের চামড়া থাকবে না: হারুন Jan 22, 2026
img

যশোর-৫ আসন

দুই প্রার্থীকে আড়াই লাখ টাকা জারিমানা Jan 22, 2026
img
ইংল্যান্ড দলের নির্বাচকের পদ ছাড়ছেন লুক রাইট Jan 22, 2026
img
রাশিয়া থেকে আসা ট্যাংকার জাহাজ জব্দ করল ফ্রান্স Jan 22, 2026
img
ভোটে নিয়োজিত থাকবেন ১৬ হাজারের বেশি বিএনসিসি সদস্য Jan 22, 2026
img
ভারতীয় কূটনীতিকদের পরিবার সরানোর বিষয়ে কি বললেন পররাষ্ট্র উপদেষ্টা? Jan 22, 2026
img
যুদ্ধের অবসানে আমিরাতে বৈঠকে বসছে মস্কো-ওয়াশিংটন-কিয়েভ Jan 22, 2026
img
মা-বাবার কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করলেন আমিনুল হক Jan 22, 2026
img
আগেকার ঘুণে ধরা সিস্টেমের বিরুদ্ধে দেশের মানুষ পরিবর্তন চায়: সারজিস Jan 22, 2026
img
৪৬তম বিসিএস মৌখিক পরীক্ষার্থীদের জরুরি নির্দেশনা পিএসসির Jan 22, 2026
img
‘ঢাকায় কোনো সিট দেব না’, জামায়াত প্রার্থীর এমন মন্তব্যে বিএনপির প্রতিক্রিয়া Jan 22, 2026
img
ধানের শীষে ভোট দিয়ে নতুন ভোরের পথে এগিয়ে যাবার আহ্বান প্রিন্সের Jan 22, 2026
img
পাকিস্তানকে বিশ্বকাপ বর্জনের আহ্বান জানালেন সাবেক অধিনায়ক রশিদ লতিফ Jan 22, 2026
img
পাকিস্তান শিবিরে যোগ দিতে বিগ ব্যাশ ছাড়ছেন বাবর Jan 22, 2026
img
এবার ব্যালটে ট্রাকই হচ্ছে নৌকা এবং ধানের শীষের প্রতিনিধি : নুরুল হক নুর Jan 22, 2026
img
শ্রীলঙ্কায় শুটিং ফেলে হঠাৎ কক্সবাজারে মেগাস্টার শাকিব খান Jan 22, 2026