নির্বাচনী প্রচারণার প্রথম দিনে ময়মনসিংহ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সমর্থনে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ধোবাউড়া উপজেলার মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সমাবেশে দল-মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নতুন ভোরের পথে এগিয়ে যাবার আহ্বান জানান এমরান সালেহ প্রিন্স।
গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত ধোবাউড়া ও হালুয়াঘাটের মানুষের দুঃখ মোচন করে আলোকিত ও সমৃদ্ধ জনপদ অঙ্গীকার ব্যক্ত করে প্রিন্স ধোবাউড়ায় পৌরসভা, কল কারখানা স্থাপন, খাদ্য গুদাম, কোল্ড স্টোরেজ, নেতাই নদীতে স্থায়ী বেড়িবাঁধ, প্রতি ইউনিয়নে মিনি হাসপাতাল, সীমান্তে বন্দর স্থাপন করে আমদানী রফতানি ব্যবসা চালু, পর্যটন শিল্প স্থাপন, কর্মসংস্থানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
প্রিন্স বলেন, বিএনপি ক্ষমতায় আসলে এবং তিনি এমপি নির্বাচিত হলে প্রান্তিক কৃষক ‘কৃষক কার্ড’র মাধ্যমে বছরে একটি ফসলের উৎপাদন খরচ বা উপকরণ বিনামূল্যে পাবেন, প্রতি পরিবারে গৃহ্কর্ত্রীর নামে 'ফ্যামিলি কার্ড'র মাধ্যমে খাদ্যদ্রব্যের একাংশ বিনামূল্যে বা সম পরিমাণ অর্থ প্রদান, বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ও অস্বচ্ছল রোগীদের ৫০ ধরনের ওষুধ বিনামূল্যে প্রদান, ক্ষমতায় আসার ১৮ মাসের মধ্যে এক কোটি নতুন কর্মসংস্থান, শিক্ষিত বেকার যুবকদের এক বছরের জন্য বেকার ভাতা, কৃষি-মৎস্য-পোল্ট্রি বীমা চালু, মসজিদের ইমাম-মুয়াজ্জিন, মন্দিরের পুরোহিত, গির্জার ফাদারদের প্রাথমিকভাবে বেতনের একাংশ রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদানসহ জনগণের ভাগ্য পরিবর্তনে যুগান্তকারী পদক্ষেপ নেয়া হবে। আমার দল বিএনপি ও নেতা তারেক রহমান অঙ্গীকার করেছেন, নির্বাচিত হলে আমরা তৃণমূলের প্রান্তিক জনগোষ্ঠীর মুখে হাসি ফোটাবো।
এমরান সালেহ প্রিন্স বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের কায়দায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে ধানের শীষের অগ্রযাত্রা রোধ করা যাবে না। দশ বছর বিএনপির নাম ব্যবহার করে রাজনীতি করে দলীয় মনোনয়ন না পেয়ে যারা দলের সঙ্গে বেঈমানি করেছে, তারা সুযোগসন্ধানী ও ব্যক্তি স্বার্থবাদী। তাদের পক্ষেই সম্ভব আওয়ামী স্টাইলে বিএনপির ত্যাগী, নিবেদিতপ্রাণ ও নিরপরাধ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে হত্যা মামলা দিয়ে হয়রানি করা।
উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, যুগ্ম আহ্বায়ক ফরহাদ রাব্বানী সুমন, আব্দুল কুদ্দুস, হাবিবুর রহমান, আব্দুল ওয়াহেদ তালুকদার, মাহবুবুল আলম, জাকিরুল ইসলাম টোটন, গাজিউর রহমান, আব্দুল মমিন শাহীন প্রমুখ। সমাবেশ শেষে সৈয়দ এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে একটি বিরাট মিছিল ধোবাউড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এছাড়াও গামারীতলায় হিন্দু সম্প্রদায় ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় বিএনপির এই যুগ্ম মহাসচিব।
এমআই/টিকে