ইউরোপ নয়, বিশ্বের সবচেয়ে প্রাচীন গুহাচিত্রের সন্ধান মিলল এশিয়ায়

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে পাওয়া একটি হাতে আঁকা স্টেনসিল বা গ্রাফিতিই এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে পুরনো গুহাচিত্র বলে জানিয়েছেন গবেষকেরা। লাল রঙে আঁকা এই হাতের অবয়বটির বয়স কমপক্ষে ৬৭ হাজার ৮০০ বছর। এটি এত দিন পর্যন্ত সবচেয়ে পুরনো বলে বিবেচিত স্পেনের একটি ‘বিতর্কিত’ গুহাচিত্রের চেয়েও প্রায় ১ হাজার ১০০ বছর পুরনো।

গবেষকেরা বলছেন, শুধু হাতের ছাপ নয়, এই চিত্রে মানুষের কল্পনাশক্তির এক গুরুত্বপূর্ণ প্রমাণ মিলেছে।

প্রথমে হাতের স্টেনসিল তৈরি করার পর আঙুলগুলোর রেখা বদলে দেওয়া হয়েছে চিত্রকর্মে, যাকে সংকীর্ণ ও লম্বা করে এক ধরনের নখরসদৃশ রূপ দেওয়া হয়েছে। গবেষকদের মতে, এটি নিছক অনুকরণ নয়, বরং প্রতীকী ও সৃজনশীল চিন্তার প্রকাশ।

এই আবিষ্কারটি প্রভাবশালী বিজ্ঞান বিষয়ক সাময়িকী নেচার-এ প্রকাশিত হয়েছে। গবেষণায় যুক্ত ছিলেন অস্ট্রেলিয়ার গ্রিফিথস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যাডাম ব্রুম।

তিনি বিবিসিকে বলেন, ‘এটি দেখায় যে মানুষের সৃজনশীলতা কোনো নির্দিষ্ট অঞ্চলে হঠাৎ জেগে ওঠেনি। বরং এই ক্ষমতা আমাদের প্রজাতির ভেতরেই ছিল।’

দীর্ঘদিন ধরে প্রত্নতত্ত্বে একটি প্রচলিত ধারণা ছিল, মানুষের শিল্প ও প্রতীকী চিন্তার ‘বিস্ফোরণ’ প্রায় ৪০ হাজার বছর আগে ইউরোপে ঘটেছিল। ফ্রান্স ও স্পেনের গুহাচিত্রগুলো সেই ধারণাকে শক্তিশালী করেছিল।

কিন্তু গত এক দশকে সুলাওয়েসিতে পাওয়া একের পর এক প্রাচীন চিত্র সেই ইউরোপকেন্দ্রিক ব্যাখ্যাকে চ্যালেঞ্জ করছে।

২০১৪ সালে সুলাওয়েসিতে অন্তত ৪০ হাজার বছর পুরনো হাতের ছাপ ও পশুচিত্র আবিষ্কৃত হয়। এরপর ৪৪ হাজার বছর পুরনো শিকারের দৃশ্য, ৫১ হাজার ২০০ বছর আগের মানুষ ও শূকরের বর্ণনামূলক চিত্র পাওয়া যায়। প্রতিটি আবিষ্কার মানব শিল্পকলার সময়রেখাকে আরো পেছনে ঠেলে দেয়।

এবার সবচেয়ে প্রাচীন এই চিত্রটি পাওয়া গেছে সুলাওয়েসির দক্ষিণ-পূর্বে অবস্থিত ছোট দ্বীপ মুনার লিয়াং মেটানদুনো নামের একটি চুনাপাথরের গুহায়।

এখানে একজন প্রাগৈতিহাসিক শিল্পী গুহার দেয়ালে হাত চেপে ধরে মুখ দিয়ে রং ছিটিয়ে স্টেনসিল তৈরি করেছিলেন। আধুনিক ভাষায় যাকে বলা হয় ‘গ্রাফিতি’।

এই হাতের স্টেনসিলের ওপর জমে থাকা খনিজ স্তর বিশ্লেষণ করে গবেষকেরা ন্যূনতম বয়স নির্ধারণ করেছেন ৬৭ হাজার ৮০০ বছর। ফলে এটি এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্যভাবে তারিখ নির্ধারিত গুহাচিত্র।

সুলাওয়েসি এশিয়া থেকে প্রাচীন অস্ট্রেলিয়া-নিউগিনি ভূখণ্ড (সাহুল) যাওয়ার উত্তরের সমুদ্রপথে অবস্থিত। তাই এই আবিষ্কার অস্ট্রেলিয়ায় মানুষের আগমনের সময় নিয়েও নতুন আলো ফেলছে।

এত দিন অনেক গবেষকের ধারণা ছিল, মানুষ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে প্রায় ৫০ হাজার বছর আগে। কিন্তু সুলাওয়েসিতে এত পুরোনো ও জটিল শিল্পকলার প্রমাণ করে অস্ট্রেলিয়ায় মানুষের উপস্থিতি ৬৫ হাজার বছর আগের বিতর্কিত প্রমাণগুলোকে আরও বিশ্বাসযোগ্য করে তুলছে।

ইন্দোনেশিয়ার জাতীয় গবেষণা সংস্থা ব্রিনের গবেষক অধি আগুস অক্টাভিয়ানা বলেন, ‘খুব সম্ভবত সুলাওয়েসির এই শিল্পীরাই সেই বৃহত্তর মানবগোষ্ঠীর অংশ ছিলেন, যারা পরে অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন।’

লিয়াং মেটানদুনো গুহায় একই দেয়ালে ২০ হাজার বছর আগের তুলনামূলক নতুন চিত্রও রয়েছে। অর্থাৎ, অন্তত ৩৫ হাজার বছর ধরে এই গুহাটি শিল্পচর্চার কেন্দ্র ছিল। গবেষকেরা বলছেন, এটি প্রমাণ করে যে গুহাচিত্র আঁকা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এই অঞ্চলের মানুষের সংস্কৃতিতে গভীরভাবে যুক্ত ছিল।

টিকে/

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচন ভন্ডুলের চেষ্টা হলে সরকারের কাউকে দেশ থেকে বের হতে দেব না: পাপিয়া Jan 22, 2026
img
কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি Jan 22, 2026
img
গ্রিনল্যান্ডের দাম ঠিক করে দিলেন পুতিন Jan 22, 2026
img
নির্বাচনের আগে ও পরে অনলাইনে নজরদারি করবে সিআইডি Jan 22, 2026
img
ভোট ইঞ্জিনিয়ারিংয়ের চিন্তা করলে পিঠের চামড়া থাকবে না: হারুন Jan 22, 2026
img

যশোর-৫ আসন

দুই প্রার্থীকে আড়াই লাখ টাকা জারিমানা Jan 22, 2026
img
ইংল্যান্ড দলের নির্বাচকের পদ ছাড়ছেন লুক রাইট Jan 22, 2026
img
রাশিয়া থেকে আসা ট্যাংকার জাহাজ জব্দ করল ফ্রান্স Jan 22, 2026
img
ভোটে নিয়োজিত থাকবেন ১৬ হাজারের বেশি বিএনসিসি সদস্য Jan 22, 2026
img
ভারতীয় কূটনীতিকদের পরিবার সরানোর বিষয়ে কি বললেন পররাষ্ট্র উপদেষ্টা? Jan 22, 2026
img
যুদ্ধের অবসানে আমিরাতে বৈঠকে বসছে মস্কো-ওয়াশিংটন-কিয়েভ Jan 22, 2026
img
মা-বাবার কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করলেন আমিনুল হক Jan 22, 2026
img
আগেকার ঘুণে ধরা সিস্টেমের বিরুদ্ধে দেশের মানুষ পরিবর্তন চায়: সারজিস Jan 22, 2026
img
৪৬তম বিসিএস মৌখিক পরীক্ষার্থীদের জরুরি নির্দেশনা পিএসসির Jan 22, 2026
img
‘ঢাকায় কোনো সিট দেব না’, জামায়াত প্রার্থীর এমন মন্তব্যে বিএনপির প্রতিক্রিয়া Jan 22, 2026
img
ধানের শীষে ভোট দিয়ে নতুন ভোরের পথে এগিয়ে যাবার আহ্বান প্রিন্সের Jan 22, 2026
img
পাকিস্তানকে বিশ্বকাপ বর্জনের আহ্বান জানালেন সাবেক অধিনায়ক রশিদ লতিফ Jan 22, 2026
img
পাকিস্তান শিবিরে যোগ দিতে বিগ ব্যাশ ছাড়ছেন বাবর Jan 22, 2026
img
এবার ব্যালটে ট্রাকই হচ্ছে নৌকা এবং ধানের শীষের প্রতিনিধি : নুরুল হক নুর Jan 22, 2026
img
শ্রীলঙ্কায় শুটিং ফেলে হঠাৎ কক্সবাজারে মেগাস্টার শাকিব খান Jan 22, 2026