রাশিয়া এবং ইউক্রেনের নেতাদের মধ্যে একটি ‘অস্বাভাবিক ঘৃণা’ যুদ্ধের অবসানের পথে একটি বাধা হিসেবে থেকে গেছে, তবে একটি শান্তি চুক্তি ক্রমশ কাছাকাছি চলে এসেছে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার শান্তিরক্ষীর ভূমিকা পুনরায় শুরু করার মধ্যে এসব কথা বলেছেন।
বুধবার (২১ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট জেলেনস্কি এবং প্রেসিডেন্ট পুতিনের মধ্যে প্রচণ্ড ঘৃণা রয়েছে। এটা ভালো নয়। এটা চুক্তি হওয়ার জন্য মোটেও ভালো নয়।
‘অস্বাভাবিক ঘৃণা আছে। সেটা যেমন ঠিক, তেমনি আমার মনে হয় রাশিয়া একটি চুক্তি করতে চায়। আমার মনে হয় ইউক্রেনও একটি চুক্তি করতে চায়। আমরা সবাই একটি চুক্তি সম্পন্ন করার চেষ্টা করব। আর একান্তই যদি তারা তা না করে, তবে তারা বোকা।’
এদিকে, বৃহস্পতিবার দাভোসে ট্রাম্পের ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে দেখা করার কথা ছিল। অন্যদিকে বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার দিনের শেষের দিকে মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করবেন বলে জানা গেছে।
এছাড়া দাভোসে উপস্থিত দর্শকদের উইটকফ বলেন যে একটি শেষ সমস্যা এখনও রয়ে গেছে। তাই যদি উভয় পক্ষই এই সমস্যার সমাধান করতে চায়, তাহলে আমরা এটি অবশ্যই সমাধান করব। রয়টার্সের প্রতিবেদনে এ কথা জানান উইটকফ।
জেলেনস্কির স্থানীয় সময় দুপুর ১টায় ট্রাম্পের সাথে দেখা করার কথা ছিল। যেখানে পুতিনের সাথে উইটকফ এবং কুশনারের বৈঠক মস্কোর সময় রাত ৭টা-৮টার দিকে অনুষ্ঠিত হওয়ার কথা।
এবি/টি্কে