স্প্রিঙ্গারের দুর্দান্ত হ্যাটট্রিক, হোয়াইটওয়াশ এড়াল ওয়েস্ট ইন্ডিজ

ইব্রাহিম জাদরানের সঙ্গে রাহমানউল্লাহ গুরবাজের পঞ্চাশ ছোঁয়া জুটিতে ঠিক পথেই ছিল আফগানিস্তান। শুরুর জুটি ভাঙার পর একার লড়াইয়ে আশা বাঁচিয়ে রেখেছিলেন কিপার-ব্যাটসম্যান গুরবাজ। তবে তাকে থামানোর পর, চমৎকার হ্যাটট্রিকে ব্যবধান গড়ে দিলেন শামার স্প্রিঙ্গার।সিরিজে হোয়াইটওয়াশ এড়াল ওয়েস্ট ইন্ডিজ।

দুবাইয়ে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ১৫ রানে জিতেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। সংযুক্ত আরব আমিরাতের এই মাঠে ক্যারিবিয়ানদের এটাই প্রথম জয়।

ওয়েস্ট ইন্ডিজের ১৫১ রান তাড়ায় ৮ উইকেটে ১৩৬ রান করতে পেরেছে আফগানিস্তান। তিন ম্যাচের সিরিজ তারা জিতেছে ২-১ ব্যবধানে। ৫৮ বলে এক ছক্কা ও আট চারে ৭১ রান করেন আফগান গুরবাজ। ক‍্যারিবিয়ান পেস বোলিং অলরাউন্ডার স্প্রিঙ্গার ২০ রানে নেন ৪ উইকেট।ক‍্যারিয়ারে এই প্রথম তিনি কোনো ম‍্যাচে একাধিক উইকেট পেলেন।



দুবাইয়ে টস হেরে বৃহস্পতিবার ব‍্যাট করতে নেমে পাওয়ার প্লেতে জনসন চার্লসকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক ব্রেন্ডন কিং এক প্রান্ত আগলে রাখলেও আরেক প্রান্তে তাকে খুব একটা সঙ্গ দিতে পারেননি কেসি কার্টি ও জাস্টিন গ্রেভস।

ষোড়শ ওভারে কিং ও শিমরন হেটমায়ারকে ফিরিয়ে সাবেক বিশ্ব চ‍্যাম্পিয়নদের বড় ধাক্কা দেন রাশিদ খান। ৩৫ বলে তিন ছক্কা ও দুই চারে ৪৭ রান করেন কিং। দুই ছক্কায় ৬ বলে ১৩ রান করে থামেন হেটমায়ার। শেষ দিকে ১১ বলে দুটি করে ছক্কা ও চারে ২৭ রানের দারুণ ক‍্যামিও ইনিংস উপহার দেন ম‍্যাথু ফোর্ড। ৯ বলে তিন চারে অপরাজিত ১৬ রান করেন স্প্রিঙ্গার। তাদের ব‍্যাটে লড়াইয়ের পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ।

রান তাড়ায় আফগানিস্তানকে উড়ন্ত সূচনা এনে দেন গুরবাজ ও জাদরান। ১০ ওভারে ৭২ রান তোলেন দুই ওপেনার। শেষ ১০ ওভারে প্রয়োজন ছিল ৮০ রান। একাদশ ওভারে আক্রমণে ফিরে প্রথম বলে আফগানিস্তানের উদ্বোধনী জুটি ভাঙেন ফোর্ড। স্লোয়ারে ধরা পড়ার আগে ২৭ বলে চারটি চারে ২৮ রান করেন ইব্রাহিম।

তিনে নেমে তেমন কিছু করতে পারেননি সেদিকউল্লাহ আটাল। দ্রুত ফেরেন দারভিশ রাসুলি। বেশ কিছু আঁটসাঁট ওভারে শেষের সমীকরণ কঠিন হয়ে পড়ে আফগানিস্তানের। ৭ উইকেট হাতে নিয়ে ৪ ওভারে ৪৫ রানের সমীকরণ মেলাতে জ্বলে উঠতে পারেননি মোহাম্মদ নাবি। অভিজ্ঞ অলরাউন্ডার থেমে যান একটা ছক্কা মেরেই।

এক প্রান্ত আগলে রেখে দলকে টেনে নিয়ে যাওয়া গুরবাজ পরপর দুই বলে চার মারেন খ‍্যারি পিয়েরকে। শেষ ২ ওভারে তখন ২৫ রান প্রয়োজন ছিল আফগানিস্তানের, হাতে ছিল ৬ উইকেট। টি-টোয়েন্টিতে খুব কঠিন কিছু নয়। কিন্তু পরপর তিন বলে গুরবাজ, রাশিদ ও শাহিদউল্লাহকে ফিরিয়ে ম‍্যাচ পুরোপুরি ওয়েস্ট ইন্ডিজের দিকে ঘুরিয়ে দেন স্প্রিঙ্গার।

ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে পরপর তিন বলে উইকেট নিলেন পেসার স্প্রিঙ্গার। আফগানিস্তানের বিপক্ষে এটি চতুর্থ হ‍্যাটট্রিক।

চলতি সিরিজে এটি দ্বিতীয় হ‍্যাটট্রিক, আগের ম‍্যাচে পরপর তিন বলে তিন উইকেট নেওয়া মুজিব উর রহমান ওভারের শেষ বলে মারেন চার। শেষ ওভারে ২১ রানের কঠিন সমীকরণ মেলানোর ধারে কাছে যেতে পারেনি আফগানিস্তান। দুই ওপেনার ছাড়া দলটির আর কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক। বিশ্বকাপের আগে নিজেদের শেষ ম‍্যাচে হেরে গেল তারা।

আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আরেকটি সিরিজ খেলবে দুইবারের বিশ্ব চ‍্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৫১/৭ (কিং ৪৭, চার্লস ১৭, কার্টি ১০, গ্রেভস ১২, হেটমায়ার ১৩, স‍্যামসন ৩, ফোর্ড ২৭, স্প্রিঙ্গার ১৬*, মোটি ২*; মুজিব ৪-০-২২-০, জিয়াউর ৩-০-৪৫-২, শাহিদউল্লাহ ১-০-১৩-১, রাশিদ ৪-০-১৩-২, আহমাদজাই ৪-০-৩০-২, নাবি ২-০-১৮-০, নাইব ১-০-৮-০)
আফগানিস্তান: ২০ ওভারে ১৩৬/৮ (গুরবাজ ৭১, ইব্রাহিম ২৮, সেদিকউল্লাহ ৭, রাসুলি ৪, নাবি ৬, নাইব ৭, রাশিদ ০, শাহিদউল্লাহ ০, মুজিব ৪, আহমাদজাই ০*; ফোর্ড ৩-০-২৮-১, পিয়ের ৪-০-২৯-১, সাইমন্ডস ৪-০-২৬-১, স্প্রিঙ্গার ৪-০-২০-৪, গ্রেভস ১-০-১৪-০, মোটি ৪-০-১৭-০)
ফল: ওয়েস্ট ইন্ডিজ ১৫ রানে জয়ী

সিরিজ: ৩ ম‍্যাচের সিরিজে আফগানিস্তান ২- ব‍্যবধানে জয়ী

ম‍্যান অব দা ম‍্যাচ: শামার স্প্রিঙ্গার

ম‍্যান অব দা সিরিজ: দারভিশ রাসুলি

এমআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
হানিয়া আমিরের সিরিয়াল নিয়ে সমালোচনার ঝড় Jan 23, 2026
img
ঢাকা ও আশপাশের এলাকায় শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস Jan 23, 2026
img
এই পাঁচজনকে আপনাদের হাতে তুলে দিলাম, জয়ী করে হিসাব বুঝে নেবেন: তারেক রহমান Jan 23, 2026
img
১০ টাকা কেজি চালের মতো কার্ডের লোভ দেখানো হচ্ছে: জামায়াত আমির Jan 23, 2026
img
৫ বছরের বিরতির ঘোষণা দিলেন জাকির খান Jan 23, 2026
img
সরকার রফতানি খাত বৈচিত্র্যকরণে কাজ করছে: বাণিজ্য উপদেষ্টা Jan 23, 2026
img
অস্কারে সর্বোচ্চ ১৬টি বিভাগে মনোনয়ন পেয়ে রেকর্ড গড়ল ‘সিনারস’ Jan 23, 2026
img
আবারও যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে উত্তেজনা Jan 23, 2026
img
বাংলাদেশে আর কোনো মব সহ্য করবো না: ছাত্রদল সভাপতি Jan 23, 2026
img
অবশেষে যুক্তরাষ্ট্র-রাশিয়ার সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনায় বসতে রাজি জেলেনস্কি Jan 23, 2026
img
বড়পর্দায় ‘নিষিদ্ধ’ শব্দ ব্যবহারে বাধা সমাজের ভণ্ডামি, বললেন বিশাল Jan 23, 2026
img
সুতা আমদানিতে শুল্কারোপের সিদ্ধান্ত বাস্তবায়ন চায় বিটিএমএ Jan 23, 2026
img

সাফ ফুটসাল

পাকিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের Jan 23, 2026
img
নিজে মা না হলে মায়ের ত্যাগ বোঝা যায় না: কাজল Jan 23, 2026
img
বলিপাড়া ছাড়লেও বন্ধুদের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন রাহুল Jan 23, 2026
img
শিশু নির্যাতনের ঘটনায় শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেপ্তার Jan 23, 2026
img
বিপিএল ফাইনাল ঘিরে বিসিবির জমকালো আয়োজন Jan 23, 2026
img
অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে জোকোভিচ Jan 23, 2026
img
পেদ্রির চোটে চিন্তিত বার্সেলোনা কোচ Jan 23, 2026
img
ক্রিকেটীয় উন্নয়নে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার চুক্তি স্বাক্ষর Jan 23, 2026