ক্রিকেট উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।
শুক্রবার (১৬ জানুয়ারী) প্রিটোরিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন চ্যান্সারিতে আয়োজিত অনুষ্ঠানে বিসিবির পক্ষে দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শাহ আহমেদ শফি এবং সিএসএ–এর পক্ষে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফোলেভসি মোসেকি এমওইউতে স্বাক্ষর করেন।
প্রিটোরিয়ার বাংলাদেশ হাইকমিশন জানায়, এই চুক্তির আওতায় নিয়মিত ভিত্তিতে উদীয়মান বাংলাদেশি ক্রিকেটাররা দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় অবস্থিত সিএসএ-এর সেন্টার অব এক্সেলেন্সে উচ্চমানের প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি আম্পায়ার ও পিচ কিউরেটরদের জন্য প্রশিক্ষণ ও বিনিময় কর্মসূচি এবং নারী ও পুরুষ দলের বিভিন্ন স্তরে দ্বিপাক্ষিক সফর বৃদ্ধির বিষয়টিও চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছে।
এমওইউর মাধ্যমে কোচিং উন্নয়ন, কারিগরি জ্ঞান বিনিময় এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে উভয় বোর্ড একসঙ্গে কাজ করবে। তিন বছর মেয়াদি এই চুক্তি বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
এসএস/এসএন