২০ বছরের বেশি সময় পর ইংল্যান্ডের দায়িত্বে ফিরলেন ট্রয় কুলি।
পেস বোলারদের উন্নতির জন্য পুরনো এক কোচের শরণাপন্ন হয়েছে ইংল্যান্ড। ২০০৫ সালের অ্যাশেজ জয়ী কোচ ট্রয় কুলিকে কোচিং স্টাফে ফিরিয়েছে তারা।
৬০ বছর বয়সী কুলিকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়ার কথা বৃহস্পতিবার জানিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ২০ বছরের বেশি সময় পর ফের ইংল্যান্ডের দায়িত্বে ফিরলেন এই অস্ট্রেলিয়ান।
২০০৫ সালে ঘরের মাঠের অ্যাশেজে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারায় ইংল্যান্ড। স্মরণীয় সেই সিরিজ জয়ে বড় অবদান ছিল কুলির। এই তাসমানিয়ান তখন ইংলিশদের বোলিং কোচ ছিলেন।
ইংল্যান্ডের দায়িত্বে তিন বছর থাকার পর অস্ট্রেলিয়ায় ফিরে যান কুলি। ১৫ বছর ক্রিকেট অস্ট্রেলিয়ার ন্যাশনাল পারফরম্যান্স প্রোগ্রামে কাজ করেন তিনি। ২০২১ সালে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে যোগ দেন ফাস্ট-বোলিং কোচ হিসেবে।
পেস বোলারদের উন্নতিতে নতুন দায়িত্বে কেবল জাতীয় দল নয়, ইংল্যান্ড লায়ন্স (‘এ’ দল) ও যুব দলেও কাজ করবেন কুলি।
২০২২ সালে জন লুইস দায়িত্ব ছাড়ার পর ‘ডেডিকেটেড’ কোনো পেস বোলিং কোচ রাখেনি ইংল্যান্ড। গত বছর ওই ভূমিকায় তিনজন পৃথক পরামর্শক নিয়োগ দিয়েছিল তারা-টেস্টের সফলতম পেসার জেমস অ্যান্ডারসন, নিউ জিল্যান্ড পেস বোলিং গ্রেট টিম সাউদি ও ডেভিড সাকেরকে।
আর এদিনই ইসিবি নিশ্চিত করে, আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ইংল্যান্ডের দলের নির্বাচকের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন লুক রাইট। ২০২২ সালের নভেম্বরে এই দায়িত্বটি নিয়েছিলেন সাবেক এই ইংলিশ ব্যাটসম্যান।
এমআই/টিএ