বলিউডের এক সময়ের আলোচিত মুখ বসুন্ধরা দাস। অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু হলেও তাঁর আসল পরিচয় হল গায়িকা। ‘মনসুন ওয়েডিং’, ‘হে রাম’-এর মতো ছবিতে অভিনয় করার পাশাপাশি ছোটবেলা থেকেই গানে পারদর্শী ছিলেন তিনি। বলিউডে একের পর এক হিট গান উপহার দিয়ে নিজের স্থান করে নিয়েছিলেন বসুন্ধরা। বিশেষ করে ‘কাল হো না হো’ ছবির “ইটস দ্য টাইম টু ডিস্কো” গানটি তাঁকে ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছিল। ‘সালাম নমস্তে’, ‘ম্যায় হু না’, ‘নায়ক’ এসব হিট ছবির গানও আজও শ্রোতাদের মনে জীবন্ত।
কিন্তু হঠাৎই বলিউড থেকে তিনি উধাও হয়ে যান। দীর্ঘ সময় ক্যামেরার সামনে না থাকা এই গায়িকাকে সম্প্রতি দেখা গেছে বেঙ্গালুরুতে একটি হস্তশিল্প মেলায়। এ সময়ের ছবিতে দেখা গেছে, ছোট করে কাটা চুল, দুধসাদা গায়ের রং, বাদামি চোখ এবং হালকা খসখসে কণ্ঠস্বর এখনও একইভাবে আকর্ষণ রাখে। তবে ব্যক্তিগত জীবনেও বদল এসেছে ২০১২ সালে তিনি রবার্টো নারিন নামে একজন বাদ্যযন্ত্র শিল্পীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তখন থেকেই বেঙ্গালুরুতে থাকছেন।
বর্তমানে বসুন্ধরা হাতে গোনা কয়েকটি অনুষ্ঠানে গান করেন। অনেক ভক্ত আশা করছেন, তিনি আবার মুম্বই ফিরে এসে নতুন গান উপহার দেবেন। বিশেষ করে দীর্ঘ সময় পরে তাঁকে ক্যামেরার সামনে দেখার পর অনেকে তাঁর স্বর ও উপস্থিতিকে নতুন করে প্রশংসা করছেন। বলিউডের গানের দুনিয়ায় বসুন্ধরার অবদান স্মরণীয় থাকলেও ব্যক্তিগত জীবন ও শান্তিপূর্ণ জীবন যাপনকে এখন তিনি প্রাধান্য দিচ্ছেন।
পিআর/টিএ