অস্কারের ইতিহাসে নতুন মাইলফলক গড়ল রায়ান কুগলার পরিচালিত হরর চলচ্চিত্র ‘সিনার্স’। ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে ছবিটি একাই পেয়েছে ১৬টি অস্কার মনোনয়ন, যা অস্কারের ইতিহাসে সর্বোচ্চ! এর আগে সর্বোচ্চ ১৪টি মনোনয়নের রেকর্ড ছিল ‘অল অ্যাবাউট ইভ’, ‘টাইটানিক’ ও ‘লা লা ল্যান্ড’-এর দখলে।
আগামী ১৫ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে এবারের অস্কার অনুষ্ঠান।
সেরা চলচ্চিত্র বিভাগে মনোনীত অন্যান্য ছবিগুলো হলো- ‘বুগোনিয়া’, ‘এফ১’, ‘ফ্রাঙ্কেনস্টাইন’, ‘হ্যামনেট’, ‘মার্টি সুপ্রিম’, ‘দ্য সিক্রেট এজেন্ট’ ও ‘ট্রেন ড্রিমস’। মোট ২০১টি ছবি থেকে এগুলো বাছাই করা হয়েছে।
মনোনয়নের সংখ্যায় দ্বিতীয় স্থানে রয়েছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, যা পেয়েছে ১৩টি মনোনয়ন। ছবিটির পরিচালক পল থমাস অ্যান্ডারসন সেরা পরিচালকের মনোনয়নও পেয়েছেন।
সেরা পরিচালক বিভাগে রায়ান কুগলার ও পল থমাস অ্যান্ডারসনের পাশাপাশি মনোনীত হয়েছেন ক্লোয়ি ঝাও (হ্যামনেট), জশ সাফদি (মার্টি সুপ্রিম) ও জোয়াকিম ত্রিয়ার (সেন্টিমেন্টাল ভ্যালু)।
সেরা অভিনেতা (প্রধান চরিত্র) বিভাগে মনোনয়ন পেয়েছেন টিমোথি শালামে, লিওনার্দো ডিক্যাপ্রিও, ইথান হক, মাইকেল বি. জর্ডান ও ওয়াগনার মোরোয়া। আর সেরা অভিনেত্রী বিভাগে মনোনীত হয়েছেন জেসি বাকলি, রোজ বার্ন, কেট হাডসন, রেনাতে রেইনসভে ও এমা স্টোন।
এবারের অস্কারে যুক্ত হয়েছে নতুন একটি বিভাগ- যেটার নাম ‘সেরা কাস্টিং’। গত ২৫ বছরে এটিই প্রথম নতুন বিভাগ। অভিনয়শিল্পী নির্বাচনের স্বীকৃতি দিতে চালু হওয়া এই বিভাগে পাঁচটি ছবি মনোনীত হয়েছে, যার মধ্যে রয়েছে ‘সিনার্স’।
অ্যানিমেশন বিভাগে আলোচনায় রয়েছে নেটফ্লিক্সের সংগীতধর্মী অ্যানিমেশন ‘কে-পপ ডেমন হান্টার্স’। ছবিটি সেরা অ্যানিমেটেড ফিল্ম ও জনপ্রিয় গান ‘গোল্ডেন’-এর জন্য সেরা মৌলিক গানের মনোনয়ন পেয়েছে। স্ট্রিমিংয়ে রেকর্ড ভিউয়ের পাশাপাশি সীমিত প্রেক্ষাগৃহ প্রদর্শনের মাধ্যমে এটি অস্কারের যোগ্যতা অর্জন করে।
আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছে ব্রাজিল, ফ্রান্স, নরওয়ে, স্পেন ও তিউনিসিয়ার ছবি। সংক্ষিপ্ত তালিকায় ভারতের ‘হোমবাউন্ড’ থাকলেও চূড়ান্ত তালিকা থেকে সিনেমাটি বাদ পড়েছে।
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের সঞ্চালক হিসেবে থাকছেন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব কোনান ও’ব্রায়েন। জানানো হয়েছে, ২০২৯ সাল পর্যন্ত অনুষ্ঠানটি টেলিভিশনে সম্প্রচারিত হবে, এরপর এটি একচেটিয়াভাবে ইউটিউবে স্ট্রিমিং করা হবে।
কেএন/টিকে