জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। এবার মাঠে নামার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ২৫ জানুয়ারি থেকে সারাদেশে ১১ দিনের নির্বাচনী পদযাত্রা শুরু করবে দলটি।
শুক্রবার (২৩ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সংবাদ সম্মেলনে নির্বাচনী আচরণবিধি নিয়ে দলটির পক্ষ থেকে উঠে এসেছে অভিযোগ।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গভীর রাতে মাইকের আওয়াজে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগ তুলেন আসিফ।
তার দাবি, নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণ নিরপেক্ষতার প্রশ্নে সংশয় তৈরি করছে।
আসিফ মাহমুদ বলেন, নির্বাচন কমিশন সঠিকভাবে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারছে না। দলীয়করণ থেকে সরে এসে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানাই। প্রচারণার প্রথমদিন থেকেই অন্যতম একটি রাজনৈতিক দল ও দলের চেয়ারম্যান তারেক রহমান আচরণবিধি লঙ্ঘন করছেন।
পোস্টার ও মাইক ব্যবহার করে নির্বাচনী বিধিনিষেধ লঙ্ঘন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে কেন্দ্রগুলোতে সেনাবাহিনীর নিজস্ব ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান এবং সব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানান তিনি। এছাড়া প্রশাসন ও সংবাদমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন আসিফ মাহমুদ।
তিনি বলেন, মিডিয়ায় আবারও দলীয়করণের চেষ্টা চলছে। বিগত দিনে দলীয়করণ করায় যে রূপ নিয়েছিল ভবিষ্যতেও তেমন ভয়াবহ আকার ধারণ করতে পারে।
মিডিয়া হাউসগুলোকে সব দলকে সামনভাবে কাভারেজ দেয়ার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে ২৭০টি আসনে দলের গণভোটের প্রার্থী তালিকাও ঘোষণা করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এসকে/টিকে