শুক্রবার বসন্ত পঞ্চমীর দিনে হলুদে হলুদে রঙিন হয়ে উঠেছিল চারপাশ। স্কুল-কলেজ, বাড়ি কিংবা নানা ক্লাবে দেবী সরস্বতীর আরাধনায় মেতে ওঠেন সবাই। বয়সের ভেদাভেদ ভুলে আট থেকে আশি সকলেই নিজেদের মতো করে উৎসবে সামিল হন। এই আনন্দ থেকে বাদ থাকেননি তারকারাও। এ বছর বসন্ত পঞ্চমীর আনন্দ নিজের মেয়েকে সঙ্গে নিয়েই ভাগ করে নিলেন অভিনেত্রী অহনা দত্ত।
গত বছর মাতৃত্বের স্বাদ পেয়েছেন অহনা। খুব শিগগিরই ছোট্ট মীরার অন্নপ্রাশন হওয়ার কথা। সেই কারণে এ বছর খুদের হাতে খড়ি দেওয়া সম্ভব হয়নি। তবে উৎসবের দিনে সাজগোজে কোনো বাধা নেই। তাই দেবীর আরাধনার দিনে মাকে জড়িয়ে আদুরে সাজে ধরা দিল ছোট্ট মীরা।
সরস্বতী পুজোর দিনে মীরাকে সাজানো হয়েছিল লেহেঙ্গায়। হলুদ, সবুজ ও আকাশি রঙের মিশেলে তৈরি সেই পোশাকের সঙ্গে ছিল একই রঙের ওড়না, যেখানে ফুটে উঠেছে চুমকির ফুলের নকশা। সঙ্গে লাল পাড় দেওয়া হলুদ টপ আর কপালে ছোট্ট টিপ সব মিলিয়ে খুদেকে দেখে চোখ ফেরানো দায়। প্রথম ছবিতে মায়ের কোলে ধরা দেয় মীরা। অহনা নিজে সেজেছিলেন লেমন হলুদ শাড়িতে, সঙ্গে লাল স্লিভলেস ব্লাউজ।
পরের ছবিতে একসঙ্গে ধরা দেন তিনজন অহনা, দীপঙ্কর ও মীরা। দীপঙ্করের পরনে ছিল হলুদ পাঞ্জাবি ও কালো জিন্স। পারিবারিক এই মুহূর্তের ছবি ভাগ করে নিয়ে অহনা লেখেন, তাঁদের তো বেশ ভালোই লাগছে।
ছবি প্রকাশ্যে আসতেই ভালোবাসায় ভরিয়ে দেন নেটিজেনরা। কেউ মীরার মিষ্টি চেহারায় মুগ্ধ হয়ে আদর জানিয়েছেন, কেউ আবার মা-বাবা ও সন্তানের একসঙ্গে উপস্থিতিতে নজর না লাগার প্রার্থনা করেছেন। কারও চোখে তাঁরা যেন একেবারে আদুরে ছোট্ট পরিবার।
অভিনয় জগতে অহনার পথচলা খুব বেশি দিনের নয়। নৃত্যভিত্তিক মঞ্চ থেকেই তাঁর যাত্রা শুরু। পরে ধারাবাহিকে খলনায়িকা চরিত্রে দর্শকের নজর কাড়েন তিনি। সেই ধারাবাহিকের সূত্রেই দীপঙ্করের সঙ্গে পরিচয়, প্রেম ও বিয়ে। এমনকি অহনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর থেকে শুরু করে মীরার জন্ম সবকিছুরই সাক্ষী থেকেছেন দর্শক।
সব মিলিয়ে বসন্ত পঞ্চমীর দিনে ছোট্ট মীরার এই প্রথম উৎসবের সাজ মন জয় করেছে নেটপাড়ার। দেবী আরাধনার সঙ্গে সঙ্গে ভালোবাসা, পরিবার আর নতুন স্মৃতিতে ভরে উঠেছে অহনা দত্তের সংসার।
পিআর/এসএন