প্রায় সাড়ে তিন দশক আগে শুটিং করা হয়েছিল ‘হাম মেঁ শাহেনশাহ কৌন’। ১৯৮৯ সালে রজনীকান্ত, শত্রুঘ্ন সিনহা ও হেমা মালিনীকে নিয়ে এই ছবি তৈরি হলেও নানা কারণে তখন মুক্তি পায়নি। পরিচালনা করেছিলেন প্রয়াত হারমেশ মলহোত্রা। এখন ছবিটিকে নতুনভাবে পুনরুদ্ধার করা হয়েছে এবং আধুনিক দর্শকদের জন্য তৈরি করা হয়েছে।
ছবিতে অনিতা রাজ, প্রেম চোপড়া, শারাদ সাক্সেনা, প্রয়াত অমরিশ পুরী ও জগদীপের মতো অভিনেতারা গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন। সংলাপ লিখেছিলেন সেলিম-ফয়েজ, সংগীত পরিচালনা করেছিলেন লক্ষ্মীকান্ত-প্যায়ারেলাল। আর নৃত্য পরিচালনা করেছিলেন সরোজ খান।
প্রযোজক জানান, এই ছবির জন্য আমাদের আশা এখনো অটুট আছে।
বহু বাধা পার হয়ে অবশেষে এটি দর্শকের কাছে পৌঁছাতে চলেছে।
সাম্প্রতিক সময়ে ছবিটি আধুনিক প্রযুক্তির সাহায্যে রিমাস্টার করা হয়েছে। এআই-সহায়ক পুনরুদ্ধার, ফোর কে রিমাস্টারিং এবং ৫.১ সারাউন্ড সাউন্ড মাস্টারিংয়ের মাধ্যমে ভিজ্যুয়াল ও অডিও মান উন্নত করা হলেও মূল সিনেমাটির গল্প বা ভাবনা অপরিবর্তিত রাখা হয়েছে।
এমকে/টিএ