আফগান যুদ্ধে ন্যাটো সদস্যদেশগুলোর ভূমিকা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, যুদ্ধের সময় ন্যাটো সেনারা ছিল নিরাপদ দূরত্বে। এই বক্তব্যকে অপমানজনক ও ভয়ানক আখ্যা দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যে ব্রিটেনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এক ভিডিও বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, এই মন্তব্য বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক এবং নিহত সেনাদের আত্মত্যাগকে অবমাননা করে।
স্টারমার বলেন, যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, ট্রাম্পের এই বক্তব্য তাদের জন্য গভীর কষ্টের। তিনি যোগ করেন, নিজে এমন ভুল তথ্য দিলে অবশ্যই ক্ষমা চাইতেন।
তবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সমালোচনা প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। ট্রাম্পের অবস্থানের পক্ষে কথা বলেছেন মার্কিন প্রশাসনের মুখপাত্র। বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যা বলেছেন, তা সঠিক। ন্যাটোর অন্য সব দেশ সম্মিলিতভাবে যা করেছে, যুক্তরাষ্ট্র একাই তার চেয়ে বেশি করেছে।
বিশ্লেষকদের মতে, আফগান যুদ্ধের ভূমিকা নিয়ে এই বিতর্ক ন্যাটো ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের মধ্যে নতুন করে টানাপোড়েন তৈরি করতে পারে।
পিএ/টিকে