৪ বছরের বিরতি শেষে নতুন গান নিয়ে ওয়ার্ল্ড ট্যুরে হ্যারি স্টাইলস!
মোজো ডেস্ক 07:02PM, Jan 24, 2026
বিশ্বখ্যাত গায়ক হ্যারি স্টাইলস চার বছরের দীর্ঘ বিরতির পর ফিরেছেন নতুন গান নিয়ে । তার নতুন একক গান ''অ্যাপার্চার'' কে তিনি বর্ণনা করেছেন তার আসন্ন চতুর্থ অ্যালবামের “পারফেক্ট লিটল বাও” হিসেবে। হ্যারি বলেন, "আমরা যখন এই গানটি রেকর্ড করেছি, তখন একদম মুক্ত মনে গানটি তৈরি হচ্ছিল। এটা পুরো অ্যালবামের মূল বক্তব্যের প্রতিফলন।"
২০২৬ সালে হ্যারি ৭টি শহরে ৫০টি কনসার্টের ঘোষণা দিয়েছেন। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ছয়টি এবং নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ৩০টি শো অনুষ্ঠিত হবে। এছাড়া আমস্টারডাম, সাও পাওলো, মেক্সিকো সিটি, মেলবোর্ন ও সিডনিতেও তার ‘টুগেদার, টুগেদার’ ট্যুরের অপেক্ষায় দর্শকরা।
গানটি প্রকাশের আগে হ্যারি শহর জুড়ে “We belong together” পোস্টার দিয়ে নিজের কমব্যাকের ইঙ্গিত দিয়েছিলেন। এছাড়া শোনানো হয়েছে তার জীবনযাপন ও ভ্রমণ অভিজ্ঞতা, যা নতুন সঙ্গীতের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। হ্যারি জানান, "শেষ বছরগুলো আমাকে দর্শক হিসেবে সময় কাটানোর সুযোগ দিয়েছে, যা আমার সঙ্গীতে নতুন দিশা এনেছে।"