মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ডিবি সেজে ডাকাতির চেষ্টাকালে ৬ ডাকাত সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে পদ্মা সেতু (উত্তর) থানাধীন ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, মো. বশির হাওলাদার (৫৬) মো. কাজল ইসলাম জিকু (৩০), মো. হীরা বেপারী (৪৮), মো. মোস্তাফিজুর রহমান রাজু (৪৮), মো. রুবেল রানা (৩০) ও মো. ফয়সাল রাব্বি (২১)।
ডিবি পুলিশ জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর ছদ্মবেশে তারা ডাকাতির প্রস্তুতির নিচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা সেতুর উত্তর প্রান্তের টোল প্লাজায় চেক পোস্ট পরিচালনা করে তাদের আটক করা হয়। একটি সিলভার রঙের হায়েস মাইক্রোবাসে বসে ডাকাত সদস্যরা ওয়ারলেস (ওয়াকি-টকি) সেট দেখিয়ে নিজেকে ডিবি পুলিশের অফিসার পরিচয় দেয়। তখন জেলা গোয়েন্দা শাখার সদস্যরা বিষয়টি চ্যালেঞ্জ করলে ভেতরে থাকা অপরাধীরা আতঙ্কিত হয়ে গাড়ির দুই পাশের গ্লাস ভেঙে বের হয়ে পালানোর চেষ্টা করেন। এ ঘটনায় গাড়ির চালকসহ ছয়জন ডাকাতকে আটক করা হয়।
এসময় তাদের বহনকারী গাড়ি ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মালামালের মধ্যে ছিল ওয়াকি-টকি, খেলনা পিস্তল, হ্যান্ডকাপ, ডিবি পুলিশ লিখা ৪টি কটি, ইলেকট্রিক শক গান, লেজার লাইট। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, আইনশৃঙ্খলা বাহিনীর এসব সরঞ্জামাদি ব্যবহার করে দীর্ঘদিন ধরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েসহ আশপাশ এলাকায় ডাকাতি করে আসছে।
তারা ঢাকা থেকে বিভিন্ন দিকে টাকা-পয়সা ও স্বর্ণালংকার নিয়ে বাসে চলাচলকারী যাত্রীদের টার্গেট করে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে রাস্তায় বাস থামিয়ে, আইনগত অভিযানের নামে যাত্রীদের বাস থেকে নামিয়ে নিয়ে তাদের নিজস্ব গাড়িতে উঠিয়ে যাত্রীকে মারপিট করে এবং তাদের সর্বস্ব লুটে নিয়ে সুবিধাজনক জায়গায় তাদের নামিয়ে দিতো।
আটককৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েন জেলা পুলিশ।
আরআই/টিকে