জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম বলেছেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে একটি গুপ্তচর দল নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদের সh ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে। ভোটাররা নির্বাচনে ভোট দিতে উদগ্রীব হয়ে আছেন।’
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার ডোয়াইল ইউনিয়নের বালিয়া এলাকায় নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।
শামীম তালুকদার বলেন, ‘নির্বাচন যতই ঘনিয়ে আসছে সাধারণ মানুষের মধ্যে নির্বাচন নিয়ে ততই উৎসাহ-উদ্দীপনা বাড়ছে। ধানের শীষ প্রতীকের পক্ষে মানুষের মধ্যে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তৃণমূলের মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে আমার মেলামেশা রয়েছে। তাদের দুয়ারে দুয়ারে ভোট ও দোয়া চাচ্ছি।
ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে হবে। আমি এবং ভোটাররা সেটাই প্রত্যাশা করি।’
তিনি আরো বলেন, ‘আল্লাহর রহমত এবং জনগণের ভোটে বিএনপি নির্বাচনে জয়লাভ করলে দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ভিশন আমরা বাস্তবায়ন করব।
৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ একটি সুখী ও সমৃদ্ধশালী দেশে রূপান্তরিত হবে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছাতে আমরা বদ্ধপরিকর।’ এ সময় তিনি নির্বাচনের দিন ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের আহ্বান জানান।
গণসংযোগকালে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক খায়রুল আলম শ্যামল, অর্থ বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বাবু, ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক আমিনুজ্জামান বাবু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম তালুকদার চয়ন, দপ্তর সম্পাদক মাসুম মিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসকে/টিকে