আপনারা ভোট কেন্দ্রগুলোতে ফজরের নামাজ পড়বেন : হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আগামী ১২ তারিখে আপনারা প্রত্যেকে ভোটকেন্দ্রগুলোতে গিয়ে ফজরের নামাজ পড়বেন। আপনারা সবাই ভোটের ফলাফল নিয়ে বাড়িতে আসবেন।

তিনি বলেন, অনেকেই বলছে বাড়ি থেকে প্রয়োজনে ব্যালট ছাপাইয়া নিয়া আইসা নাকি ভোট দেবে। এই তরুণ প্রজন্ম কি বসে থাকবে? তরুণ প্রজন্ম হাসিনাকে ডরায় নাই, হাসিনার কামান-পেট্রোলকে দুই টাকার দাম দেয় নাই। এখন যদি কেউ মনে করে, এই তরুণ প্রজন্মকে আবার কামান দিয়ে, আবার পুলিশ দিয়ে, মিলিটারি দিয়ে আবার দমন করা হবে, তাহলে তারা ইতিহাসের ভুল প্রান্তে অবস্থান করছে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টার দিকে পটুয়াখালীর বাউফলের পাবলিক মাঠে পটুয়াখালী-২ আসনে জামায়াত মনোনীত ও ১০ দলীয় ঐক্যের প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজের হাতে ভোটকেন্দ্রগুলো ছেড়ে দেওয়া যাবে না। আমার মায়েরা যারা আছেন, সকালবেলায় ভোটকেন্দ্রে চলে যাবেন। আপনাদেরকে যারা ভয় দেখাতে আসে তারা অলরেডি ভয় পেয়ে গেছে। এই কারণেই আপনাদেরকে ভয় দেখাতে আসে। আমরা আমাদের মায়েদেরকে নিয়ে ভোট কেন্দ্রগুলো পাহারা দেব।

ভোটের নিরাপত্তা নিয়ে হাসনাত বলেন, কেউ যদি আমাদের বিরুদ্ধেও ভোট দিতে চায়, সে যেন নিরাপদে ভোট দিতে পারে সেই ব্যবস্থাও আমরা করব।

তরুণ প্রজন্মের ত্যাগ সম্পর্কে তিনি বলেন, প্রিয় বাউফলবাসী, এই তরুণ প্রজন্মের রক্তকে বারবার ব্যবহার করে শাসক গোষ্ঠী ক্ষমতায় গেছে, তরুণ প্রজন্মের রক্ত, রক্তমাখা ক্ষমতা, রক্তমাখা গদি এই শাসক প্রজন্মের পছন্দের। আমরা এতদিন শুধু রক্ত দিয়েছি, এখন থেকে আমরা পলিসি নির্ধারণে অংশগ্রহণ করব।

অতীতের উদাহরণ টেনে হাসনাত আরও বলেন, অতীতে যেটা হতো, সংসদ সদস্যরা সংসদে গিয়ে চুরি করতেন, টেন্ডারবাজ হতেন, লাইসেন্স নিজের নামে নিয়ে চুরি করতেন। আর এবার দেখলাম, একটা দলের ৪৫ জন চোরকে আবার সংসদে ঢুকাচ্ছে। সংসদে ঢোকার আগেই তারা ডাকাত হয়ে যাচ্ছে। আবার ইলেকশন কমিশন হেসে হেসে বলছে, মনে কষ্ট নিয়েই তাদের যেতে (নমিনেশন বৈধতা) দিলাম। তরুণ প্রজন্মের রক্ত দিয়ে এই চোরদের সেইফ এক্সিট দিয়ে সংসদে পাঠানোর জন্য আপনাদের ইলেকশন কমিশনে বসানো হয়নি।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, আমাদের অতীত প্রজন্ম যে ভুল করে গেছে, সেই ভুলের দায়ভার আমরা তরুণ প্রজন্ম বারবার দিতে পারব না। ইতিহাসে প্রতিবার আমাদের তরুণ প্রজন্ম ভুল প্রান্তে অংশ নিয়েছে এবং সেটির দায় আমাদের রক্ত দিয়ে শোধ করতে হয়েছে। আমাদের আগামীর বাংলাদেশ হবে সমতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মানবিক মর্যাদার বাংলাদেশ। যেই বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, যেই বাংলাদেশের মত প্রকাশের জন্য আপনাকে ক্রসফায়ার দেওয়া হবে না, যেই বাংলাদেশে অধিকার আদায়ের জন্য আপনাকে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান পরিচয় দিতে হবে না। আপনার কেবল পরিচয় আপনি বাংলাদেশি।

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ২০১৪ ও ১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ বিনা ভোটে ভারতের সহযোগিতায় ক্ষমতায় গিয়েছিল। কীভাবে কবর থেকে এসে মানুষ ভোট দিয়ে গিয়েছিল সেটি আমরা ২০১৮ সালে দেখেছি। ২০২৪ সালে দেখেছি, আমি ডামি নির্বাচন। তখন আমাদের মাথা হেট হয়েছিল। প্রশাসনকে ব্যবহার করে ব্যালট বাক্স ছিনতাই করে ক্ষমতাকে তারা নিয়ন্ত্রণ ও দখল করেছিল। শোনো প্রশাসন, ২০২৪ সাল থেকে যদি আপনারা শিক্ষা না নেন, নির্বাচনে যদি আগের ছকে ফিরে যান, এই তরুণ প্রজন্ম আপনাদেরকে ক্ষমা করবে না।

ড. শফিকুল ইসলাম মাসুদের পক্ষে ভোট চেয়ে তিনি বলেন, মাসুদ ভাই শুধু বাউফলের না, তিনি হচ্ছেন সারা বাংলাদেশের সম্পদ। তিনি আধিপত্যবাদের বিরুদ্ধের শক্তি, হাদি ভাইয়ের উত্তরসূরি। এই ১২ তারিখ মাসুদ ভাইকে জয়ী করবেন, ইনশাল্লাহ।

এ সময় পটুয়াখালী জেলা জামায়াত, এনসিপি, বাংলাদেশ খেলাফতে মজলিস ও এবি পার্টিসহ ১০ দলীয় ঐক্য জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টিকে/

Share this news on:

সর্বশেষ

img
সমাজে সম্পর্কের টানাপোড়েনের গল্পে ইরফান সাজ্জাদ-জিম Jan 24, 2026
img
ওসমান হাদির ছেলেকে যুক্তরাজ্যে নিতে চান ভাই, আপত্তি স্ত্রীর Jan 24, 2026
img
জামালপুরের বিএনপি নেতা সাদিকুরকে দল থেকে বহিষ্কার Jan 24, 2026
img
সাড়ে ১৩ কোটির প্রতারণা, বিক্রম ভাট ও তার মেয়ের বিরুদ্ধে মামলা Jan 24, 2026
img
মুন্সিগঞ্জে গ্রেপ্তার ৬ ডাকাত Jan 24, 2026
img
নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় জিডি করলেন শহীদ হাদির ভাই Jan 24, 2026
img
দেশের উন্নয়নে ধানের শীষের বিকল্প নেই: পুতুল Jan 24, 2026
img
অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে ভারত: প্রণয় ভার্মা Jan 24, 2026
img
বিএনপিকে পরাজিত করতে ষড়যন্ত্র শুরু হয়েছে : রাশেদ খান Jan 24, 2026
img
কামিনী, কাঠগোলাপ আর বেলি আছে কিন্তু মা নেই: আরিফিন শুভ Jan 24, 2026
img
পাকিস্তান বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে বিকল্প কে? Jan 24, 2026
img
বিএনপি ইসলামের দল : মেজর হাফিজ Jan 24, 2026
img
ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সিইসির বৈঠক রোববার Jan 24, 2026
বিক্রান্তের ক্যারিয়ারে নতুন মাইলফলক Jan 24, 2026
মডেলিং পেশায় আগ্রহীদের জন্য আফরিনের গুরুত্বপূর্ণ পরামর্শ Jan 24, 2026
বড় মাথার কানটা ধরে টান দিবো, চুনোপুটিকে ধরবো না: জামায়াত আমির Jan 24, 2026
img
জুলাই যোদ্ধাদের নতুন অরাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অভ্যুত্থান বাস্তবায়ন আন্দোলন’ Jan 24, 2026
img
দেশকে ভালোবাসার নামে আমেরিকার সঙ্গে ওরা গোপন বৈঠক করে: চরমোনাই পীর Jan 24, 2026
img
এবারও সংসদে ঢুকবে ৪৫ চোর : হাসনাত Jan 24, 2026
img
আমি জীবিত থাকলে সব ধর্মের মানুষ নিরাপদে থাকবে : শামা ওবায়েদ Jan 24, 2026