খুলনা মহানগরীর আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. শামীম শেখ ওরফে টুন্ডা শামীম (৩৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ জানুয়ারি) রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনে করে ঢাকা যাওয়ার সময় খুলনা রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কেএমপি গোয়েন্দা বিভাগ ও সোনাডাঙ্গা থানা পুলিশের যৌথ অভিযানে শামীমকে তার তিন সহযোগীসহ গ্রেপ্তার করা হয়। আটক সহযোগীদের পিসিপিআর যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে।
গ্রেপ্তার শামীম খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় খুন, ডাকাতি, অস্ত্র ও মাদকসহ একাধিক গুরুতর অপরাধে জড়িত বলে পুলিশের দাবি। তার বিরুদ্ধে এখন পর্যন্ত ছয়টি মামলার তথ্য পাওয়া গেছে।
পুলিশ জানায়, ২০২২ সালের ৪ ডিসেম্বর সোনাডাঙ্গা থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় তাকে সন্দিগ্ধ হিসেবে তদন্তে অন্তর্ভুক্ত করা হয়। এছাড়া ২০২৪ সালের ৮ মে সোনাডাঙ্গা থানায় দায়ের করা হত্যা চেষ্টাসহ একাধিক ধারার মামলায় তিনি এজাহারভুক্ত আসামি এবং ওই মামলায় তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।
এছাড়া খুলনা সদর থানায় ২০২৪ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে, খালিশপুর থানায় ২০১৭ সালে হত্যা চেষ্টা ও ডাকাতির মামলায়, একই বছরে খুলনা সদর থানায় ডাকাতির প্রস্তুতির মামলায় এবং ২০১৩ সালে সোনাডাঙ্গা থানায় দায়ের করা আরেকটি মামলাসহ মোট ছয়টি মামলায় তার সংশ্লিষ্টতার তথ্য রয়েছে।
ইউটি/টিএ