চলচ্চিত্র জগতে তিন দশক পূর্ণ করলেন রানি মুখার্জি। এই উপলক্ষে তাঁর দীর্ঘদিনের বন্ধু ও সহযোগী করণ জোহর রানি মুখার্জির অভিনয়জীবনকে শ্রদ্ধা জানিয়ে বিশেষভাবে প্রশংসা করেন মারদানি সিরিজের। করণের কথায়, মারদানি একটি গর্বের ফ্র্যাঞ্চাইজি, যা একজন শক্তিশালী তারকা ও প্রকৃত শিল্পীর পরিচয় বহন করে। শিবানী শিবাজী রায় চরিত্রের মাধ্যমে রানি যে সাহসী ও স্মরণীয় অভিনয় উপহার দিয়েছেন, তা প্রচলিত ধারণা ভেঙে সমাজের কঠিন বাস্তবতাকে সামনে এনেছে।
এই সিরিজের পরবর্তী অধ্যায় মারদানি থ্রি নিয়েও প্রত্যাশা তুঙ্গে। ছবিটি পরিচালনা করছেন অভিরাজ মিনাওয়ালা এবং চিত্রনাট্য লিখেছেন আয়ুষ গুপ্ত।
যশ রাজ ফিল্মস প্রযোজিত এই ছবিতে রানি মুখার্জি ফিরছেন তাঁর সবচেয়ে শক্তিশালী রূপে। নির্মাতাদের দাবি, তৃতীয় কিস্তিতে সমাজের আরও নির্মম সত্য তুলে ধরা হবে।
এক আবেগঘন কথোপকথনে রানি মুখার্জি নিজের ক্যারিয়ারের শুরুর দিনের কথাও স্মরণ করেন। তিনি জানান, যখন অনেকেই তাঁর কণ্ঠ বদলানোর কথা বলেছিলেন, তখন করণ জোহরই তাঁকে আত্মবিশ্বাস দিয়েছিলেন। রানি বলেন, করণের বিশ্বাসের কারণেই তাঁর কণ্ঠ তাঁর পরিচয়ের অংশ হয়ে উঠেছে। এই বিশ্বাস আর সম্পর্কই রানি মুখার্জির দীর্ঘ ও প্রভাবশালী ক্যারিয়ারের ভিত গড়ে দিয়েছে।
ইউটি/টিএ