চলচ্চিত্র অঙ্গনে নতুন করে উত্তেজনার স্রোত বইছে রাশমিকা মন্দান্নাকে ঘিরে। জোর গুঞ্জন, প্রয়াত এক কিংবদন্তি অভিনেত্রীর জীবন অবলম্বনে নির্মিত বায়োপিকে মুখ্য ভূমিকায় অভিনয়ের জন্য তাঁর সঙ্গে আলোচনা চলছে। যদিও এখনো পর্যন্ত সেই অভিনেত্রীর পরিচয় গোপন রাখা হয়েছে, তবু সংশ্লিষ্ট সূত্রের দাবি, ছবিটি হবে আবেগঘন, বাস্তবধর্মী এবং নান্দনিক উপস্থাপনায় সমৃদ্ধ।
বহু ভাষার ছবিতে অভিনয় করে নিজের দক্ষতা প্রমাণ করেছেন রাশমিকা মন্দান্না। সংবেদনশীল চরিত্র ফুটিয়ে তোলার ক্ষমতা ও দৃঢ় উপস্থিতির কারণে তাঁকে এই ধরনের কঠিন চরিত্রের জন্য উপযুক্ত মনে করছেন নির্মাতারা।
এই বায়োপিকের চরিত্রে অভিনয় করতে হলে শুধু অভিনয় নয়, প্রয়োজন হবে সংযম, সৌন্দর্যবোধ এবং মানসিক দৃঢ়তা।
চুক্তি চূড়ান্ত হলে এটি রাশমিকার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠতে পারে। এমন একটি চরিত্র তাঁর অভিনয়জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলেই মনে করছেন চলচ্চিত্র মহল। কারণ কিংবদন্তি অভিনেত্রীর চরিত্র মানেই ইতিহাস, আবেগ এবং দায়বদ্ধতার ভার। সব মিলিয়ে, রাশমিকা মন্দান্না যদি এই দায়িত্ব কাঁধে তোলেন, তবে জাতীয় পর্যায়ে একজন অভিনয়নির্ভর শক্তিশালী অভিনেত্রী হিসেবে তাঁর রূপান্তর আরও স্পষ্ট হবে বলেই ধারণা করা হচ্ছে।