প্রতিদ্বন্দ্বিতা ভুলে কাছাকাছি সঙ্গীতশিল্পী রূপম ও সিধু

বাংলা রকের দুই শক্ত স্তম্ভকে ঘিরে দীর্ঘদিনের আলোচনার বিষয় ছিল প্রতিদ্বন্দ্বিতা। ‘ক্যাকটাস’ আর ‘ফসিল্‌স’ এই দুই ব্যান্ডের নাম উচ্চারিত হলেই অনুরাগীদের মধ্যে আবেগ, উত্তেজনা আর তুলনার ঢেউ উঠত। তবে সেই অধ্যায়ের দিকে আর ফিরে তাকাতে চান না সিধু। রূপম ইসলামের জন্মদিনে নিজের অনুভূতি উজাড় করে দিয়ে তিনি জানালেন, সময়ের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে তাঁর দৃষ্টিভঙ্গি।

সিধুর কথায়, এক সময়ে সত্যিই প্রতিদ্বন্দ্বিতা ছিল। ঠিক যেমন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ফুটবল দলের মধ্যে লড়াই থাকে, তেমনই ছিল দুই ব্যান্ডের মধ্যে চাপা টানাপড়েন। কিন্তু সেই সময় অনেক আগেই পেরিয়ে এসেছেন তিনি। আধ্যাত্মিকতায় বিশ্বাসী সিধু মনে করেন, ক্ষমা না করলে বৃহত্তর আনন্দে পৌঁছনো যায় না। তাই কিছু তিক্ত স্মৃতি ইচ্ছে করেই ভুলে গিয়েছেন, আর রূপমের জন্মদিনের মতো শুভ দিনে সেসব টেনে আনতেও চান না।

তবে এই প্রতিযোগিতার এক ইতিবাচক দিকও দেখেন তিনি। সীমিত পরিসরের বাজারে যেমন দুই শক্তির লড়াই চলে, তেমনই এক সময় বাংলা রক জগতে ‘ক্যাকটাস’ ও ‘ফসিল্‌স’ কার্যত একই মঞ্চ ভাগ করে নিয়েছিল। সেই সময় অন্য কারও জায়গা করে নেওয়া সহজ ছিল না। সিধুর মতে, প্রকৃত রেষারেষি ছিল না শিল্পীদের মধ্যে, বরং তার বহু গুণ বেশি ছিল অনুরাগীদের মধ্যে। শিল্পীরা মুখোমুখি হলে কথা হয়েছে স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ ভঙ্গিতেই।



একই উৎসবের মঞ্চে কাছাকাছি সময়ে দুই ব্যান্ডের অনুষ্ঠান হওয়ার উদাহরণ টেনে সিধু বোঝান, আজও দর্শক দুই পক্ষকেই সমানভাবে গ্রহণ করে। কে কাকে বেছে নেবে, সেটা সম্পূর্ণভাবে শ্রোতাদের সিদ্ধান্ত। তরুণ অনুরাগীদের আবেগ প্রবল বলেই অনেক সময় সেই আবেগ থেকেই বিতর্ক জন্ম নেয়। দূর থেকে সেই দৃশ্য দেখতে তাঁর খারাপ লাগে না বলেই মন্তব্য সিধুর।

একসঙ্গে কাজের অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছেন তিনি। দু’জনের গানের প্রকল্পে অংশ নেওয়ার সময় প্রস্তুতির মাত্রা যে কতটা উচ্চতায় থাকে, তা অকপটে স্বীকার করেছেন সিধু। ‘ফসিল্‌স’-এর সঙ্গে কাজ মানেই নিজের দিক থেকেও সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া জরুরি এই উপলব্ধি থেকেই কাজ করেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কও বদলেছে। এক সময় ব্যাকস্টেজে দূরত্ব থাকলেও, গত এক দশকে আর কোনও সমস্যা হয়নি বলে জানিয়েছেন সিধু।

রূপমের কাজের নিষ্ঠা ও পরিশ্রমের প্রশংসা করে সিধু বলেন, বাংলা রককে যে উন্মাদনা, শক্তি আর আবেগের জায়গায় নিয়ে গিয়েছেন রূপম ও তাঁর ব্যান্ড, তা প্রজন্মের পর প্রজন্মের শ্রোতাকে ছুঁয়ে গেছে। যেমন ‘এই একলা ঘর আমার দেশ’ কিংবা ‘সেই যে হলুদ পাখি’ এই গানগুলো মানুষের জীবনের সঙ্গে মিশে গিয়েছে। এভাবেই গান ব্যান্ডকে দীর্ঘস্থায়ী করে তোলে।

সবশেষে রূপমের জন্মদিনে সিধু ও ‘ক্যাকটাস’-এর তরফ থেকে জানানো হয়েছে শুভেচ্ছা। প্রতিদ্বন্দ্বিতার গল্প পেছনে ফেলে, আজ সেখানে রয়েছে সম্মান, স্মৃতি আর সংগীতের প্রতি এক গভীর ভালোবাসা।

পিআর/টিকে


Share this news on:

সর্বশেষ

img
রাজনীতিতে ধর্মের ব্যবহার ঠিক নয় : মির্জা ফখরুল Jan 25, 2026
নামাজে মনোযোগ আনার উপায় | ইসলামিক টিপস Jan 25, 2026
img
এবার বিডিআর বিদ্রোহের কাহিনি নিয়ে সিনেমা বানাবেন রায়হান রাফি! Jan 25, 2026
img
পরপুরুষের পাশে দাঁড়াতেও বাধা, বসীরের সঙ্গে ছবি তোলার মুহূর্তে কী করলেন সানা খান? Jan 25, 2026
img
আবু সাঈদ হত্যা : বেরোবির ভিসিসহ আসামিদের সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ Jan 25, 2026
img
‘স্যার’ না, ভাইয়া ডাকলে ভালো লাগবে: তারেক রহমান Jan 25, 2026
img
সাংবাদিকদের প্রবেশাধিকার না রেখেই কূটনীতিকদের আনুষ্ঠানিক ব্রিফ করছে ইসি Jan 25, 2026
img
চাঁদাবাজ-দখলবাজদের শেষদিন হবে ১২ ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম Jan 25, 2026
img
দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে দেশ গঠনে তরুণদের পরামর্শ চায় তারেক রহমান Jan 25, 2026
img
বিমানবন্দর এলাকায় হর্নমুক্ত পরিবেশ নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: পরিবেশ উপদেষ্টা Jan 25, 2026
img
গ্রিনল্যান্ডের রাজধানীতে বিদ্যুৎ বিভ্রাট Jan 25, 2026
img
জামায়াত আমিরের সঙ্গে বৃটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ Jan 25, 2026
img
কেন অভিনেতাদের খারাপ চোখে দেখতেন সায়নী গুপ্তার মা? Jan 25, 2026
img
আলিয়া-দীপিকার মতো সার্জারিতে সুন্দরী হয়ে উঠেছে আর কোন অভিনেত্রীরা? Jan 25, 2026
img
আ.লীগ যে অত্যাচার করেছে আমরা সেটি করতে চাই না: আমিনুল হক Jan 25, 2026
img
প্রথম সাফ নারী ফুটসালে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ Jan 25, 2026
img
জেলেনস্কিকে ‘ক্লাউন’ বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি Jan 25, 2026
img
আইনি পদক্ষেপ নেয়ার ইঙ্গিত দিলেন বুবলী Jan 25, 2026
img
শরীরের সঙ্গে বেইমানি করব না, হঠাৎ কেন একথা বললেন সুনীল শেঠি? Jan 25, 2026
img
নানার বাড়িতে যাচ্ছেন তারেক রহমান Jan 25, 2026