সরকারি নিয়োগে পাঁচ শতাংশ কোটা রেখে বাকি সব সুযোগ মেধার ভিত্তিতে বিতরণ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামে তরুণদের সঙ্গে ‘পলিসি টক’-এ অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, একাত্তর ও চব্বিশে কে কোন ধর্মের বা জাতির সেটা কেউ দেখেনি। তাই পাঁচ শতাংশ কোটা রেখে বাকি সব সরকারি নিয়োগ মেধার ভিত্তিতে হওয়া উচিত। সমতল বা পাহাড়ে সবার সমান সুযোগ তৈরি করতে হবে।
এছাড়া বিএনপি জাহাজ তৈরি শিল্প ও সামুদ্রিক অর্থনীতিকে (ব্লু ইকোনমি) সুষ্ঠুভাবে ব্যবস্থাপনায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। কৃষকদের ক্ষেত্রে সরাসরি সহায়তা প্রদানের জন্য কৃষক কার্ড চালুর প্রতিশ্রুতি দেন।
অসৎ ব্যবসায়ীদের মাধ্যমে খাদ্যে ভেজাল তৈরি ও অনৈতিক প্রবেশের মতো সমস্যার বিরুদ্ধে সবাইকে প্রতিবাদে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। তরুণদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, আমাদের মেধাবী তরুণদের জন্য হতাশ হওয়ার কিছু নেই। আপনারা কথা বলুন, আমরা তা বাস্তবায়নে কাজ করব।
কেএন/টিকে