দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বহিষ্কৃত তিন নেতা হলেন, আলফাডাঙ্গা পৌর বিএনপির সহসভাপতি খুশবুর রহমান খোকন, রেজাউল করিম রেজা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সুজা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যক্রমের অভিযোগ থাকায় এবং তা প্রমানিত হওয়ায় আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সকল পদবি থেকে তাদেরকে বহিষ্কার করা হলো। উক্ত সিদ্ধান্ত ২৫ জানুয়ারি থেকে কার্যকর হবে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, ওই তিন নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা বিরোধী অভিযোগ প্রমানিত হওয়ায় তাদের উপজেলা বিএনপির সকল পদবি থেকে বহিষ্কার করা হয়েছে।
জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই তিন নেতা দলের প্রার্থীর বিরুদ্ধে গিয়ে এক স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার অভিযোগ রয়েছে।
প্রসঙ্গত, ওই তিন নেতা বোয়ালমারী উপজেলা বিএনপির সহ-সভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনুর সমর্থক। ২৩ জানুয়ারি সন্ধ্যায় আলফাডাঙ্গায় তাদের একটি অফিসে স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক আরিফুর রহমান দোলনকে নিয়ে একটি নির্বাচনী বৈঠক করেন।
শামসুদ্দিন মিয়া ঝুনু ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। ডকুমেন্ট ঠিক না থাকায় যাচাই-বাছাইয়ে বাতিল হয়।
পিআর/টিকে