টলিউডের পরিচিত সঙ্গীতশিল্পী পিয়া এবং তার স্বামী পরমব্রত বন্দ্যোপাধ্যায় সম্প্রতি এক আনন্দঘন মুহূর্তের সাক্ষী হয়েছেন। তাদের একমাত্র সন্তানের মুখে ভাত সম্পন্ন হলো, যা ঘিরে ছিল আনন্দ, উদ্দীপনা এবং পরিবারের আত্মীয়-স্বজনের উপস্থিতিতে। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে টলিউডের নামী ব্যক্তিরা সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পিয়ার জীবনে এটি একটি বিশেষ দিন, যা ব্যক্তিগত সুখের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
প্রথম বিবাহ বিচ্ছেদের কয়েক বছর পর পরমব্রতকে বিয়ে করেন পিয়া। সেই সময়ে এই জুটি সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। কিন্তু আজ, সেই সমস্ত বিতর্ককে পেছনে ফেলে, পিয়া একজন সুখী ঘরণী হিসেবে পরিবারকে কেন্দ্র করে জীবন কাটাচ্ছেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পিয়া পোস্ট করেছেন কিছু ছবি। একটিতে দেখা যাচ্ছে সমুদ্র সৈকতে পুরো পরিবার আনন্দমুখর সময় কাটাচ্ছেন। ছোট্ট সন্তানও ছবিতে নজর কাড়ে। অন্য একটি ছবিতে পিয়াকে বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাতে দেখা যায়। ক্যাপশনে তিনি লিখেছেন, “তোমার যদি মসৃণ এবং নিখুঁত ত্বক হয়, তাহলে আকাশের সৌন্দর্য তোমাকে আকৃষ্ট করবে না। যদি তোমার নিখুঁত শরীর হয় তাহলে সংগীত তোমায় আকর্ষণ করবে না। তুমি যদি বিখ্যাত হও, তাহলে বাড়ির পোষ্যই তোমার সেরা সঙ্গী হবে। যে অপূর্ণতা আমাদের তাড়া করে, তাতেই বেঁচে থাকার আনন্দ সবচেয়ে বেশি।”
ম্যাট হেইগের উক্তি হলেও, পিয়ার পোস্টে স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে তার ব্যক্তিগত অনুভূতি। ছোট ছোট মুহূর্ত, স্বামী-সন্তানের উপস্থিতি, এবং অপূর্ণতার মধ্যেও খুঁজে পাওয়া আনন্দ সব মিলিয়ে পিয়ার জীবন এখন সত্যিই পূর্ণতা ও শান্তিতে ভরা।
পিআর/টিকে