আমি কিভাবে ‘ভাই ব্যবসা’ করলাম, প্রশ্ন মীর স্নিগ্ধের

জুলাই আন্দোলন চলাকালে গুলিতে শহীদ হন বিইউপি শিক্ষার্থী শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ। ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর নব গঠিত জুলাই ফাউন্ডেশনের দায়িত্ব নেন তার জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। পরে যোগ দেন বিএনপিতে। স্নিগ্ধ সামাজিক মাধ্যমে নানা সময়েই সমালোচনার কবলে পড়েন।

যেসব কথা দিয়ে স্নিগ্ধকে আক্রমণ করা হয়, তার অন্যতম একটি হলো ‘ভাই ব্যবসা।’

এ কথার জবা দিয়ে স্নিগ্ধ বলছেন, ভাইয়ের হত্যার বিচারের জন্য এখান থেকে সেখান, লড়াই এখনো চলছে। কিন্তু যখন বুঝলাম, এইভাবে ন্যায়বিচার পাওয়া সম্ভব নয়, তখন রাজনৈতিকভাবে বিচার নিশ্চিত করার জন্য রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেই। মাত্র ২০ টাকার একটি ফর্ম পূরণ করে যুক্ত হই, এই আশায় যে বিচার নিয়ে রাজনৈতিকভাবে কাজ করতে পারব।

এখন বলুন, আমি কীভাবে ‘ভাই ব্যবসা’ করলাম?

আজ রবিবার (২৫ জানুয়ারি) সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন।

স্নিগ্ধ বলেন, ‘ভাই ব্যবসায়ী’ এই টার্মটা আসলে কিভাবে জাস্টিফাই হয়? নিজের একটা সাজানো-গোছানো জীবন ছিল। আলহামদুলিল্লাহ, কোনো কিছুর অভাব ছিল না। একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে প্রতিষ্ঠিত ছিলাম।

ছাত্রজীবনে বিশ্ববিদ্যালয়ের খরচ থেকে শুরু করে হাতখরচ, নিজের শখ-আহ্লাদ, সবই আলহামদুলিল্লাহ নিজের উপার্জিত টাকায় পূরণ করেছি। নিজের বাইকসহ জীবনের অনেক স্বপ্নই নিজের টাকায় বাস্তবায়ন করেছি।

তিনি বলেন, ‘এরপর এলো জুলাই ২০২৪। নিজের ভাইকে হারালাম। শত হুমকির পরও ‘মুগ্ধর পানি লাগবে’ ভিডিওটি প্রকাশ করে পুরো বিশ্ববাসীর কাছে বিচারের দাবি জানাই, যা জুলাই আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট ছিল।

বিচারের আশায় বড় ভাইসহ কোর্ট, থানা, এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরতে ঘুরতে পায়ের চপ্পল ক্ষয়ে গেছে। ব্যাংক, অফিস—সব জায়গায় নিজে গিয়ে সিসিটিভি ফুটেজসহ মুগ্ধর হত্যার সব প্রমাণ সংগ্রহ করেছি।

সততার সঙ্গে কাজ করেছেন জানিয়ে বলেন, দেশের বাইরে পড়াশোনা করে নিশ্চিত ভবিষ্যৎ গড়ার সুযোগ ছেড়ে দিয়ে, মুগ্ধর মতো আরো যারা শহীদ হয়েছেন এবং জুলাইয়ে আহত হয়েছেন, তাদের জন্য কাজ করতে বিনা পারিশ্রমিকে জুলাই ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হই। আমি একা ছিলাম না, ছাত্র উপদেষ্টা থেকে শুরু করে জুলাই আন্দোলনের আরো পরিচিত মুখ এই ফাউন্ডেশনে যুক্ত ছিলেন। সবাই মিলে সর্বোচ্চ সততার সঙ্গে কাজ করার চেষ্টা করেছি।

রাজনৈতিকভাবে বিচারের জন্যই দলে যোগ দিয়েছেন জানিয়ে স্নিগ্ধ বলেন, আজও মনে পড়ে, পাবলিক বাসে ধাক্কা খেতে খেতে এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে ঘুরে ফাউন্ডেশনটাকে দাঁড় করিয়েছি। এই সময়ে ফ্রিল্যান্সিং থেকে একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়ি, ফলে আমার ক্যারিয়ার প্রায় তলানিতে গিয়ে ঠেকে। তবুও হাল ছাড়িনি। ভাইয়ের হত্যার বিচারের জন্য এখান থেকে সেখান, লড়াই এখনো চলছে। কিন্তু যখন বুঝলাম, এইভাবে ন্যায়বিচার পাওয়া সম্ভব নয়, তখন রাজনৈতিকভাবে বিচার নিশ্চিত করার জন্য রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেই। মাত্র ২০ টাকার একটি ফর্ম পূরণ করে যুক্ত হই, এই আশায় যে বিচার নিয়ে রাজনৈতিকভাবে কাজ করতে পারব।

তিনি বলেন, “এখন বলুন আমি কিভাবে ‘ভাই ব্যবসা’ করলাম? এই দেশে কেউ দায়িত্ব পালন করলে সে সৎভাবেও দায়িত্ব পালন করতে পারে, এই বিশ্বাসটা আমরা কেন রাখতে পারি না? কোনো প্রমাণ ছাড়াই কিভাবে আমরা কাউকে অসৎ ট্যাগ দিয়ে দিই? তাহলে কি আপনাদের মতে, এসব না করে ভাই হত্যার বিচারের জন্য কাজ না করে নিজের নিশ্চিত ভবিষ্যতের দিকেই চলে যাওয়াই আমার জন্য শ্রেয় ছিল? প্রশ্ন রেখে গেলাম।”

সবশেষে বলেন, ‘রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া মানেই কী সে ব্যবসায়ী? রাজনীতি তো কোনো ব্যবসা নয়। আর যারা রাজনীতিকে ব্যবসা বানিয়েছে—আপনারা কি তাদেরই বারবার জিতিয়ে দিচ্ছেন না?’

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
স্বাধীনতা বিরোধীদের ছাড় দেব না : ইশরাক Jan 25, 2026
img
বল না মেরেই কোয়ার্টার ফাইনালে জোকোভিচ Jan 25, 2026
img
আবারও বাবা হচ্ছেন শাকিব খান? প্রশ্নে অপু বিশ্বাসের প্রতিক্রিয়া Jan 25, 2026
img
২৭ জানুয়ারি জামায়াত আমিরের খুলনা ও বাগেরহাটে নির্বাচনি জনসভা Jan 25, 2026
img
নির্বাচনে প্রশাসনের ‘দৃঢ় অবস্থানের’ অভাব, গণআন্দোলনের হুঁশিয়ারি Jan 25, 2026
img
মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা করা সাংবাদিক মার্ক টালি আর নেই Jan 25, 2026
img
গণভোটে ‘না’ জয়যুক্ত হলে যে লাউ সেই কদু: বদিউল আলম Jan 25, 2026
img
বোল্ড লুকে ভিডিওতে ধরা দিলেন ববি Jan 25, 2026
img
বিগ ব্যাশের ফাইনালে সিডনিকে হারিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন পার্থ স্কর্চার্স Jan 25, 2026
img
সিট দেওয়ার মালিক আল্লাহ ও জনগণ, কোনো দল নয় : মির্জা আব্বাস Jan 25, 2026
img
এবার কিউবার ওপর চড়াও যুক্তরাষ্ট্র! Jan 25, 2026
img
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে: শিক্ষা উপদেষ্টা Jan 25, 2026
img
শফিক তুহিনের নতুন গানে সাফিনা করিমের কণ্ঠ Jan 25, 2026
img
রমজানে কিছু কিছু পণ্যের দাম কমবে: বাণিজ্য উপদেষ্টা Jan 25, 2026
img
ইমামদের জন্য ১০০ কোটি টাকার প্রকল্প নেয়া হচ্ছে: ধর্ম উপদেষ্টা Jan 25, 2026
img
লালমনিরহাটে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০ Jan 25, 2026
img
বলিউডে ছবি না করার কারণ জানালেন সোনাম বাজওয়া Jan 25, 2026
img
ওমরা পালনে সৌদি আরবে মারিয়া মিম Jan 25, 2026
img
নির্বাচনী প্রতিশ্রুতি নয়, আমি জনগণের প্রতি দায়বদ্ধ: রবিন Jan 25, 2026
img
আলোচনার মধ্যেই সৌদিতে ‘বাংলাদেশ’ দলের হয়ে খেললেন সাকিব Jan 25, 2026