অন্তবর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে।এ সময় তিনি অন্যায়কে প্রশ্রয় না দেয়ারও আহ্বান জানান।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী হাসিনা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে গুণীজন সম্মাননা অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের সাধারণ জীবনে আমরা নানা ছোট ছোট অন্যায় দেখি। এসব অন্যায়কে যদি লালন করি এবং প্রশ্রয় দিই আর মনে করি এতে আমার কোনও লাভ নেই তাহলে সময়ের সাথে সাথে আমরা বড় অন্যায়কেও মানতে শিখে যাবো।
তিনি জানান, অধিকার বলে একটা শব্দ আছে। মানুষের অধিকারগুলো তারা ভোগ করে এবং অধিকারবোধ খুব গুরুত্বপূর্ণ। স্পার্টাকার্স'র সময় থেকে যুগ যুগ ধরে মানুষ তাদের অধিকারের জন্য লড়াই করেছেন।
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বিচারপতি আবু সাঈদ চৌধুরীর ছেলে আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলামসহ অন্যরা।
পরে দেশের অন্যতম কবি বুলবুল খান মাহবুব ও হাসিনা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. আফরোজ হোসেন সিদ্দিকীকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।
এসকে/এসএন