২৭ জানুয়ারি জামায়াত আমিরের খুলনা ও বাগেরহাটে নির্বাচনি জনসভা

খুলনা সার্কিট হাউজ মাঠে জামায়াতে ইসলামের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হবে আগামী ২৭ জানুয়ারি (মঙ্গলবার)। জনসভায় প্রধান অতিথি থাকবেন দলটির আমির ডা. শফিকুর রহমান। খুলনা জেলা ও মহানগর জামায়াতে ইসলামী এই জনসভার আয়োজক। জনসভা সফল করতে ১৫ সাব কমিটি গঠন করা হয়েছে।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি হেলিকপ্টার যোগে যশোর হয়ে খুলনায় আসবেন। খুলনার কর্মসূচি শেষে তিনি বাগেরহাট জেলার নির্বাচনি জনসভায় যোগ দেবেন।

রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জামায়াতে ইসলামীর খুলনা মহানগর আমির ও খুলনা-৩ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান।

তিনি বলেন, জনসভাকে সফল করতে ইতোমধ্যে প্রায় ১৫টি উপকমিটি ও সাবকমিটি গঠন করা হয়েছে। পুরোদমে চলছে প্রস্তুতি । আমরা মাঠ পরিদর্শন করেছি, ৪০ ফুট বাই ৩০ ফুট আকারের বিশাল মঞ্চ নির্মাণ করা হচ্ছে। থাকবে ব্যারিকেট, নিরাপত্তা ব্যবস্থা ও নারীদের জন্য আলাদা বসার ব্যবস্থা। জেলা প্রশাসন, পুলিশ ও কেএমপির কাছ থেকে প্রয়োজনীয় সব অনুমতি নেওয়া হয়েছে। এই জনসভায় লক্ষাধিক মানুষের উপস্থিতি ঘটবে। আগতদের জন্য পানি ও প্রয়োজনীয় লজিস্টিক ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, জনসভা উপলক্ষে ২৫ ও ২৬ জানুয়ারি মহানগরী ও জেলায় মাইকিং, মিছিল এবং ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। ইতোমধ্যে প্রায় দেড় লক্ষাধিক হ্যান্ডবিল ও লিফলেট বিতরণ করা হয়েছে। প্রতিদিন সন্ধ্যায় চলছে প্রচার মিছিল।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, জনসভায় বিশেষ অতিথি থাকবেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল খুলনা-৫ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার এবং ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। বক্তব্য দেবেন খুলনা-১ আসনের জামায়াত মনোনীত এবং ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কৃষ্ণ নন্দী, খুলনা-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা-৪ আসনে খেলাফত মজলিস মনোনীত এবং ১১ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত দেওয়াল ঘড়ির প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসাইন এবং খুলনা-৬ আসনে জামায়াত মনোনীত এবং ১১ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। এ ছাড়া, জামায়াত ও ১১ দলীয় নির্বাচনি ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহানগর আমির খুলনা-৩ আসনের জামায়াত মনোনীত, ১১ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নির্বাচনি জনসভা প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যাপক মাহফুজুর রহমান।

এ সময় জামায়াতে ইসলামীর খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন, মহানগর সেক্রেটারি ও খুলনা-২ আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, মহানগরী সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, জেলা সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, অধ্যাপক শহীদুল ইসলাম প্রমুখ। পরে নেতৃবৃন্দ খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানের নির্বাচনী জনসভার মঞ্চ তৈরী ও মাঠ পরিদর্শন করেন।

এসকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
পদ্মশ্রী সম্মান পেলেন মাধবন-প্রসেনজিৎ Jan 25, 2026
img
প্রেক্ষাগৃহে চলছে সালমান শাহের তিন সিনেমা Jan 25, 2026
img
ফেনীতে ইপিজেড ও মেডিকেল কলেজ করা হবে : তারেক রহমান Jan 25, 2026
img
ছাত্রলীগ নেতা সাদ্দামের জন্য প্যারোলে মুক্তির আবেদন করা হয়নি: স্বরাষ্ট্র মন্ত্রণালয় Jan 25, 2026
img

রশিদ লতিফের দাবি

‘বাংলাদেশের মতো পাকিস্তান সরে দাঁড়ালে বিশ্বকাপ শেষ হয়ে যাবে’ Jan 25, 2026
অপু বিশ্বাসের চোখে সমাজে বিউটি পার্লারের প্রয়োজনীয়তা কতটা Jan 25, 2026
img
জোকোভিচের রেকর্ড ভেঙে কোয়ার্টার ফাইনালে সাবালেঙ্কা Jan 25, 2026
img
বিএনপি বৈষম্যহীন সমাজ ব্যবস্থায় বিশ্বাসী: ডা. জাহিদ Jan 25, 2026
img
অভিনেত্রী ঊর্মিলাসহ ৩ জনের সম্পদের হিসাব চেয়েছে দুদক Jan 25, 2026
img
‘হ্যাঁ’ ভোট দিলে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না- এগুলো মিথ্যা প্রচারণা: ধর্ম উপদেষ্টা Jan 25, 2026
img
ছাদখোলা বাসে ট্রফি নিয়ে রাজশাহীতে বিজয় প্যারেড করবেন শান্তরা Jan 25, 2026
img
গতবছরের চেয়ে এবছরের রমজান হবে স্বস্তিদায়ক: বাণিজ্য উপদেষ্টা Jan 25, 2026
img
বাংলাদেশের পক্ষে করা টুইট কী কারণে মুছে দিলেন গিলেস্পি? Jan 25, 2026
img
স্বাধীনতা বিরোধীদের ছাড় দেব না : ইশরাক Jan 25, 2026
img
বল না মেরেই কোয়ার্টার ফাইনালে জোকোভিচ Jan 25, 2026
img
আবারও বাবা হচ্ছেন শাকিব খান? প্রশ্নে অপু বিশ্বাসের প্রতিক্রিয়া Jan 25, 2026
img
২৭ জানুয়ারি জামায়াত আমিরের খুলনা ও বাগেরহাটে নির্বাচনি জনসভা Jan 25, 2026
img
নির্বাচনে প্রশাসনের ‘দৃঢ় অবস্থানের’ অভাব, গণআন্দোলনের হুঁশিয়ারি Jan 25, 2026
img
মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা করা সাংবাদিক মার্ক টালি আর নেই Jan 25, 2026
img
গণভোটে ‘না’ জয়যুক্ত হলে যে লাউ সেই কদু: বদিউল আলম Jan 25, 2026