প্রায় তিন দশক আগে না ফেরার দেশে পাড়ি জমালেও চিত্রনায়ক সালমান শাহ আজও বাংলা সিনেমার দর্শকের কাছে আবেগের এক অমলিন নাম। সময় যতই গড়াক, তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি একটুও। বছরের বিভিন্ন সময় দেশের কোনো না কোনো প্রেক্ষাগৃহে এখনো নিয়মিতভাবে প্রদর্শিত হয় তার অভিনীত চলচ্চিত্র।
সেই ধারাবাহিকতায় এবার সালমান শাহকে ঘিরে বিশেষ সপ্তাহব্যাপী আয়োজন করেছে পুরান ঢাকার মাল্টিপ্লেক্স লায়ন সিনেমাস।
‘ফিরে দেখি সালমান শাহ’ শিরোনামের এই আয়োজনে দর্শকদের জন্য প্রদর্শিত হচ্ছে অভিনেতার তিনটি জনপ্রিয় চলচ্চিত্র—‘স্বপ্নের পৃথিবী’, ‘অন্তরে অন্তরে’ ও ‘সত্যের মৃত্যু নেই’।
এই আয়োজন প্রসঙ্গে এক ভিডিও বার্তায় লায়ন সিনেমাস কর্তৃপক্ষ জানায়, “কিছু নায়ক শুধু সিনেমায় আসেন, আর কিছু নায়ক পুরো চিত্রজগৎটাই বদলে দেন। সালমান শাহ তেমনই একজন। তাঁর নাম হয়ে উঠেছিল একটি পুরো প্রজন্মের অনুভূতি।
তাঁর বিদায় আজও লাখ লাখ সিনেমাপ্রেমীকে কাঁদায়। লায়ন সিনেমাসে আবারও বড় পর্দায় তাঁর সিনেমা দেখার সুযোগ এসেছে।”
জানা গেছে, প্রতিদিন প্রতিটি সিনেমার দুটি করে শো প্রদর্শিত হচ্ছে। এই বিশেষ আয়োজন চলবে আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পর্যন্ত।
এসএন