আসন্ন পাকিস্তানের প্রিমিয়ার লিগে (পিএসএল) ড্রাফটের পরিবর্তে নিলামের সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। এবার নির্ধারণ হয়েছে নিলামের তারিখ ও দিন। আগামী ১১ ফেব্রুয়ারি নিলাম অনুষ্ঠিত হবে বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে পিসিবি। তবে নিলামের ভেন্যু এখনও ঘোষণা করা হয়নি।
পিএসএলের ইতিহাসে এই প্রথম ড্রাফট পদ্ধতি বাতিল করে অকশন মডেলে খেলোয়াড় দলে নেবে ফ্র্যাঞ্চাইজিগুলো। নিলামে দর নির্ধারণ করা হবে পাকিস্তানি রুপিতে (পিকেআর)।
শীর্ষ ক্যাটাগরির ভিত্তিমূল্য ধরা হয়েছে ৪ কোটি ২০ লাখ রুপি। অন্যান্য ক্যাটাগরিতে ভিত্তিমূল্য যথাক্রমে ২ কোটি ২০ লাখ, ১ কোটি ১০ লাখ ও ৬০ লাখ রুপি।
নতুন মৌসুমে হায়দরাবাদ ও সিয়ালকোট যুক্ত হওয়ায় ফরম্যাটে এসেছে বেশ কিছু পরিবর্তন। প্রতিটি দল তাদের বর্তমান স্কোয়াড থেকে সর্বোচ্চ চারজন খেলোয়াড় ধরে রাখতে পারবে। প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড ও সিলভার ক্যাটাগরি থেকে একজন করে ধরে রাখবে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে খেলোয়াড়দের ক্যাটাগরি এখনও ঘোষণা হয়নি।
প্রতিটি দলে থাকবে ১৬ থেকে ২০ জন খেলোয়াড়। এর মধ্যে ৫ থেকে ৭ জন বিদেশি নেওয়ার সুযোগ থাকবে। সব খেলোয়াড়ের সঙ্গে হবে দুই বছরের চুক্তি। পাশাপাশি, প্রতিটি দলে অন্তত একজন ২৩ বছরের নিচের স্থানীয় খেলোয়াড় খেলানো বাধ্যতামূলক, যিনি আগে পিএসএল খেলেননি।
প্রতিটি ফ্র্যাঞ্চাইজির নিলাম বাজেট ধরা হয়েছে ৪৫ কোটি রুপি। সরাসরি একজন বিদেশি খেলোয়াড় নেওয়ার সুযোগ থাকায় বাজেট বাড়িয়ে ৫০ কোটি ৫০ লাখ রুপি পর্যন্ত করা যাবে।
পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেন, ‘অকশন মডেল পিএসএলের জন্য একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এতে খেলোয়াড়রা আর্থিকভাবে লাভবান হবে, পাশাপাশি লিগ আরও প্রতিযোগিতামূলক হবে।’
এসকে/এসএন