রিচি সোলায়মান দেশের নাট্যাঙ্গনের এমন এক ব্যক্তিত্ব যার অভিনয় লাখো দর্শকের মনে উচ্ছ্বাস জোগাতো। তার অভিনয় যেনো এক নীরব কবিতা যেগুলো নাট্যজগতে আজও জীবন্ত।
সম্প্রতি এক পডকাস্টে হাজির হন প্রতিভাবান এই অভিনেত্রী। সেখানে পডকাস্টের সঞ্চালকের প্রশ্নে উঠে আসে তার বৈবাহিক জীবন, শ্যুটিং সেটে প্রেম ও আমেরিকার প্রবাস জীবন নিয়ে নানা তথ্য।
অভিনেতা শাহরিয়া নাজিম জয়ের সঙ্গে রিচির প্রেমের সম্পর্ক ছিল কিনা সে প্রশ্নে তিনি বলেন, ‘প্রেম-ভালোবাসা অনেক আপেক্ষিক ব্যাপার। কাজ করতে গেলে অনেকের সাথে প্রেম হতে পারে। আমার ডিরেক্টরের সাথে প্রেম হতে পারে, ক্যামেরাম্যানের সাথে হতে পারে।’
তিনি রহস্য রেখে আরো বলেন, ‘কাজ করতে করতে বন্ধুত্বটা আগে হয়। জয়ের সাথে বন্ধুত্বটা অনেক বেশি ছিল। আর সেই বন্ধন থেকেই একটা ভালোলাগা তৈরি হতে পারে। আমি তখন ছোট ছিলাম। সেসময় আমার ভালো লাগাটাই হয়তো প্রেম ছিল।’
‘কিন্তু এখন এসে মনে হয় সেটা হয়তো প্রেম ছিল না। একটা মোহ ছিল। ওইসময় একসাথে কাজ করতে গিয়ে একটা ভালো অনুভূতি তৈরি হয়েছিল শুধু।’
উল্লেখ্য, ২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি আমেরিকা প্রবাসী রাশেকুর রহমান মালিককে বিয়ে করেছেন তিনি।
আমেরিকার প্রবাসী হওয়া সত্ত্বেও বাংলাদেশে সন্তানদের পড়ালেখানো করানো নিয়ে নানা সময় কটাক্ষের শিকার হতে হয়েছে রিচি সোলায়মানকে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি সন্তানদের টান যাতে আরো প্রগাঢ় হয় সেজন্য পাঁচ বছর আগেই ছেলে রায়ান ও মেয়ে ইলমাকে দেশের স্কুলে ভর্তি করিয়েছি।’
অনেকেই বলে তার স্বামী রাশেকুর রহমান আমেরিকা প্রবাসী হওয়ায় টাকার জন্য রিচি তাকে বিয়ে করেন। এ প্রশ্নে মজার ছলে বলেন, ‘আমি তো অনেক রিচ। মনের দিক থেকে রিচ, ভালো চিন্তাভাবনায় রিচ।’
দাম্পত্যজীবনের সুখ নিয়ে বলেন, ‘সুখের দিক চিন্তা করলে টাকা পয়সা আসলে খুবই ঠুনকো বিষয়। কেউ এক টাকার মধ্যেই নিজের সুখ খুঁজে পায় আর কেউ লাখ টাকায়ও সে সুখটা পায় না। আমার বিয়ে কখনোই এসব বিষয় হিসেব করে হয়নি। এমনি আমি এখনো জানি না সে কত টাকা স্যালারি পায়।’
পর্দায় যার অভিনয়, সংলাপ, অভিব্যক্তি আমাদের মুগ্ধ করে, ব্যক্তিজীবনেও রিচি সোলায়মান এক অনন্য ব্যক্তিত্ব।
এসকে/এসএন