বিনোদন জগতের অভিনেতা-অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সিনেমাপ্রেমী দর্শকদের কৌতূহল থাকে তুঙ্গে। তাদের জীবনের প্রতিটি ছোট ছোট বিষয়ও তাই জানতে মুখিয়ে থাকেন ভক্ত-অনুরাগীরা। এমনই একটি অভিজ্ঞতা শেয়ার করে নিলেন বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন।
একটা সময় ছিল যখন রাতের পর রাত ঘুমাতে পারেননি তিনি। শুধু তাই নয়, এমন কিছু ঘটনার সম্মুখীন হয়েছিলেন, যেখানে বাবা-মায়ের সামনে দাঁড়াতেও লজ্জাবোধ করতে অভিনেত্রী।
বেশ কয়েক বছর আগের একটি ঘটনা শেয়ার করে নেন রাভিনা ট্যান্ডন। অভিনেত্রী বলেন, ‘হঠাৎ একদিন ম্যাগাজিনে পড়লাম, সেখানে লেখা রয়েছে- একজন ফর্সা দেখতে ছেলে প্রতিদিন আমায় শুটিংয়ে পৌঁছে দিয়ে যায়। কখনো কেউ এ বিষয় নিয়ে প্রশ্ন করেনি। এমনকি আমার থেকে জানতেও চাওয়া হয়নি কে সেই ব্যক্তি। আমার নিজের ভাইকে নিয়েই এত চর্চা হয়েছে চারদিকে।
খুব অসম্মানিত বোধ করেছিলেন রাভিনা ট্যান্ডন। এমনকি খাওয়াদাওয়াও বন্ধ করে দিয়েছিলেন তিনি। ঘুমাতে পারেননি অনেক দিন অনেক রাত। অভিনেত্রী বলেন, ‘মা-বাবার এত খারাপ লেগেছিল যে, ওরাও আর কোনো বিষয় নিয়েই কথা বলার মতো অবস্থায় ছিলেন না। খাওয়াদাওয়াও বন্ধ করে দিয়েছিলেন তারা।
তিনি বলেন, শুধু তাই নয়, তাকে নিয়ে অনেক সমালোচনাও চলতে থাকে। একটা সময়ে অজয় দেবগনের সঙ্গে তার প্রেমচর্চা ছিল তুঙ্গে। একসঙ্গে অনেক সিনেমা করার ফলে আরও বেশি করে আলোচনা হয়েছিল। তবে কারিশমা কাপুরের এন্ট্রির কারণেই নাকি সেই সম্পর্ক নষ্ট হয়েছিল বলে গুঞ্জন ওঠে।
এসকে/এসএন