বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান বলেছেন, ‘আমার ভাবনায় বাংলাদেশ’ রিল-মেকিং প্রতিযোগিতার ‘মিট অ্যান্ড গ্রিটে’ তরুণ বিজয়ীদের দেশপ্রেম, আশা, স্বপ্ন ও উদ্বেগ তাকে অত্যন্ত প্রভাবিত করেছে।
একই প্রজন্মের একজন হিসেবে জাইমা রহমান বলেন, যারা অনেকটা একই উদ্বেগ ও আকাঙ্ক্ষা ভাগ করে নেন, তাদের কথায় ও দৃষ্টিভঙ্গিতে আমি নিজেকে চিনতে পেরেছি।
তিনি বলেন, যদি আমরা সত্যিই পরিবর্তনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হই, তাহলে নেতৃত্বকে যুব সমাজে উন্মুক্ত করতে হবে। নতুন কণ্ঠস্বর, নতুন শক্তি এবং নতুন চিন্তার জন্য স্থান তৈরি করতে হবে। দেরি নয়, এখনই।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে অনুষ্ঠিত ‘আমরা ভাবনা বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে জাইমা রহমান এসব কথা বলেন।
জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে আলাপচারিতায় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন কন্যা জাইমা রহমান।
জাইমা রহমান বলেন, যুবসমাজ আর পুনঃপ্রচলিত রাজনীতি ও বন্ধ কক্ষে আলোচনার সঙ্গে ধৈর্য ধরে রাখতে চায় না। তারা একটি নতুন যুগের ডাক দিচ্ছে, যেখানে নীতিনির্ধারণ হবে যোগ্যতা ও আইডিয়ার ভিত্তিতে। আমি যা শুনেছি তা হলো প্রকৃত প্রভাবের দাবি, শুধুমাত্র প্রতীকী অংশগ্রহণ নয়। এমন প্রভাব যা আনে জবাবদিহিতা, স্বচ্ছতা এবং এমন নীতি যা সত্যিই মানুষের জীবনকে প্রতিফলিত করে।
তিনি উল্লেখ করেন, তার বাবা সবসময় মুক্ত আলোচনা ও আইডিয়ার বিনিময়কে গুরুত্ব দিয়ে আসছেন। এত উজ্জ্বল তরুণ মেধার সঙ্গে তিনি গভীরভাবে যুক্ত হতে পারায় এটি আমাকে অনেক কিছু শেখালো। অনুষ্ঠান শেষে তিনি তাদের দেশপ্রেম ও সৃজনশীলতায় অনুপ্রাণিত হয়েছেন এবং প্রতিজ্ঞা করেছেন এমন আরও স্থান তৈরি করতে সাহায্য করবেন, যেখানে যুবকরা তাদের প্রতিভা যেখানেই ব্যবহার করতে চায়- তা বিকশিত হতে পারে।
এসকে/এসএন