ভারতীয় সংগীতের অন্যতম খ্যাতিমান কণ্ঠশিল্পী কবিতা কৃষ্ণমূর্তির জন্মদিন আজ। ১৯৫৮ সালে দিল্লিতে জন্মগ্রহণ করেন তিনি। শৈশব থেকেই সংগীতচর্চায় যুক্ত কবিতা কৃষ্ণমূর্তি শাস্ত্রীয় সংগীতের পাশাপাশি রবীন্দ্রসংগীতেও তালিম নেন। মাত্র নয় বছর বয়সেই কিংবদন্তি লতা মঙ্গেশকরের সঙ্গে গান গাওয়ার সুযোগ পান তিনি, যা তাঁর সংগীতজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে ধরা হয়।
দীর্ঘ ক্যারিয়ারে কবিতা কৃষ্ণমূর্তি ভারতীয় উপমহাদেশের বিভিন্ন ভাষায় অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পদ্মশ্রীসহ একাধিক মর্যাদাপূর্ণ সম্মানে ভূষিত হয়েছেন। তাঁর কণ্ঠ ও সুরের মেলবন্ধন আজও সংগীতপ্রেমীদের কাছে সমানভাবে সমাদৃত।
এসএন