জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যা মামলার রায় সোমবার।
রোববার (২৫ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায়টি ঘোষণা করা হবে।
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৮ পুলিশ সদস্যকে এই মামলায় আসামি করা হয়েছে। এদের মধ্যে পলাতক রয়েছে চার পুলিশ কর্মকর্তা।
প্রসিকিউশনের অভিযোগ, চব্বিশের ৫ আগস্ট ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ওয়ারল্যাস বার্তার মাধ্যমে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করার নির্দেশ দেন।
পরে কর্মরত পুলিশ সদস্যরা চাইনিজ রাইফেল ব্যবহার করে গুলি করেন। যা প্রমাণে ১৯টি ভিডিও আদালতে জমা দেয় প্রসিকিউশন। গত ২০ জানুয়ারি এ মামলার রায় ঘোষণা হওয়ার কথা থাকলেও রায় প্রস্তুত না হওয়ায় তারিখ পেছানো হয়।
পিএ/টিএ