সামনে রাম রাম পিছনে শয়তানের কাম : রুমিন ফারহানা

‘আপনার ভোট ঘরে ভাইয়ের মেয়েকে দেবেন, নাকি বিদেশি প্রার্থীকে দেবেন? তারা ‘দেখাইয়া চাম্পা ফুল, হোইয়াই দেবে বান্দরের রোল’, ‘সামনে রাম রাম পিছনে শয়তানের কাম’, আর কত নজিরা দিমু কন বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী, ও বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত আলোচিত নারী নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা।

রোববার (২৫ জানুয়ারি) রাতে সরাইল সদর ইউনিয়নের স্বল্প নোয়াগাঁও গ্রামে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে রুমিন ফারহানা এসব কথা বলেন।

তিনি বলেন, ‘মার্কা যাই হোক ঘরের মাইয়া, ঘরের মাইয়া। সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে বিশেষ করে আমার মা বোনদের বলি, আপনারা ফজরের নামাজের পরপর কেন্দ্রে চলে যাবেন। ভোটকেন্দ্রে হাঁস মার্কায় একটা ভোট দিয়ে তারপর ইনশাল্লাহ ১২ ফেব্রুয়ারি আপনার দিনটা শুরু করবেন।’

রুমিন বলেন, ‘আমার যুবক ভাইদের প্রতি আমার অনুরোধ আগামী ১১ ফেব্রুয়ারি বিকেল থেকে রাত পর্যন্ত আপনারা সেন্টার পাহারায় থাকবেন। আমার হাঁসের একটা ডিমও যেন কেউ চুরি করতে না পারে।’

তিনি বলেন, ‘আমার যে ভাইরা ফুটবল খেলো তোমরা তো জানো একদল যখন গোল দেয়, আরেকদল যখন পারে না তখন ফাউল করে। খবরদার ১৯৭৩ সালে আমার বাপের সঙ্গে ফাউল করা হইছিল আমার বাপ ভদ্রলোক ছাইড়া দিছিল। ২০২৬ সালে কইলাম রুমিন ফারহানার সঙ্গে ফাউল কইরো না, করলে আমার নেতাকর্মীরা কিন্তু ছাইরা দেবে না।’

মিডিয়া নিয়ে রুমিন ফারহানা বলেন, ‘আমার মিডিয়ার ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা আমার সঙ্গে ছিলেন গত ১৫ বছর। আমার সংগ্রাম, আমার আন্দোলন,আমার প্রতিবাদ সে সব কিছু আপনাদের মাধ্যমেই বাংলাদেশের ১৮ কোটি মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। আপনারা নির্বাচনের দিন সশস্ত্র বাহিনীর মতো ভোটকেন্দ্রগুলো পাহারা দেবেন।

আপনাদের ক্যামেরাই আপনাদের অস্ত্র।

মিডিয়া কর্মী ও এলাকাবাসীর প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘যেইখানে এতটুকু অনিয়ম দেখবেন, আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে ভিডিও করবেন। একটা কেন্দ্রে গণ্ডগোল দেখলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ভোট কেমনে কারচুপি করে আমরাও দেখবো।’

রুমিন আরও বলেন, ‘আপনাদের আরেকটা কথা বলে রাখি, বিদেশি কুটনৈতিকদের সঙ্গে পর্যবেক্ষকদের আমার যোগাযোগ আছে। এই আসনে তাদেরও আলাদা একটা নজর থাকবে।

যেহেতু তাদের সঙ্গে আমি দীর্ঘদিন কাজ করেছি। সুতরাং এই আসন নিয়ে যদি কোনো ধরনের খেলাধুলা করার চিন্তাও করে মাগুরার যে পরিণতি হয়েছিলো তার চেয়ে হাজারগুণ খারাপ পরিণতি হবে ইনশাল্লাহ।’

তিনি বলেন, ‘আমার এলাকার রাস্তাঘাট, ব্রিজ কালভার্টের দুর্দশা আমি যতদিন থেকে এলাকায় আসতেছি, দেখছি। আমি যখন চুন্টা, পাকশিমুল, তেলিকান্দি গিয়েছি, সরাইল আশুগঞ্জের এমন কোনো জায়গা নাই, আমি যাই নাই। আমি দেখেছি, আমাদের দুর্দশা এবং একইসঙ্গে খুলনা, সিলেট, রাজশাহী, রংপুরে, চট্টগ্রামে, কুমিল্লায় গিয়েছি আমি দেখেছি সেই এলাকাগুলো কি রকম উন্নত হয়েছে। তাহলে আমাদের এই দুর্দশার কারণটা কি?’

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এই স্বতন্ত্র প্রার্থী বলেন, ‘আমরা তো ভোট দিতে কোনো ভুল করি নাই। আমরা তো সারা জীবন একি মার্কায় ভোট দিয়েছি। তাহলে সমস্যাটা কি, সমস্যাটা হলো, সঠিক প্রার্থী বাছাই করতে না পারা। যদি সঠিক প্রার্থী বাছাই না করতে পারেন, যতই মার্কায় ভোট দেন, কাম হবে না। এর লাইগাই এলাকায় কোনো কাম হইছে না। আমার হাঁস মার্কা নির্বাচিত হলে, আমি সব সমস্যার সমাধান করবো।’

পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
রাশিয়ায় দেখা গেল ‘দুটি সূর্য’! Jan 25, 2026
img
শিল্পীদের সঙ্গে এমন আচরণ কাম্য নয়: মৌনী Jan 25, 2026
img
এ দেশই আমার প্রথম ও শেষ ঠিকানা: তারেক রহমান Jan 25, 2026
img
সত্যিই পরিবর্তন চাইলে নেতৃত্বকে যুবসমাজে উন্মুক্ত করতে হবে এখনই: জাইমা রহমান Jan 25, 2026
অভিনয় শুরু করার আগে তার জীবনপথের অজানা গল্প Jan 25, 2026
img
দল ঘোষণা হলেও পাকিস্তানের বিশ্বকাপ ভাগ্য ঝুলছে সরকারের সিদ্ধান্তে Jan 25, 2026
বর্তমানে এই অভিনেত্রী কি কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন Jan 25, 2026
img
সানির গর্জনে আঠাশ বছর আগের স্মৃতি উসকে কেমন হল ‘বর্ডার ২’ Jan 25, 2026
img
চানখারপুলে ৬ জনকে হত্যা মামলার রায় সোমবার Jan 25, 2026
img
ভোটের মাঠে থাকছে ১৭ লাখ জনবল, ৫৫ হাজার পর্যবেক্ষক Jan 25, 2026
img
সঙ্গীতশিল্পী কবিতা কৃষ্ণমূর্তির জন্মদিন আজ Jan 25, 2026
img
স্টেজ শোতে ভীষণ ব্যস্ত সময় পার করছেন সালমা Jan 25, 2026
img
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দামের মতো পরিণতি যেন কারো না হয়: রুমিন ফারহানা Jan 25, 2026
img
সাকিবকে খেলার জন্য বিবেচনা করা ক্রিকেট বোর্ডের স্টান্টবাজি: আমিনুল Jan 25, 2026
img
জামায়াত আমিরের সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Jan 25, 2026
img
রাতের পর রাত কেন ঘুমাতে পারেননি রাভিনা টেন্ডন? Jan 25, 2026
img
১১ দলীয় নির্বাচনী ঐক্য সরকারে এলে আগামীর প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান: মোবারক হোসাইন Jan 25, 2026
img
‘হোক কলরব’ ঘিরে বিতর্ক, রাজ চক্রবর্তীকে আইনি নোটিশ Jan 25, 2026
img
বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সংবাদ সম্মেলন সোমবার Jan 25, 2026
img
২৬ ও ২৭ জানুয়ারি ৮ জেলা সফরে যাচ্ছেন জামায়াত আমির Jan 25, 2026