ভারতের বক্স অফিসের ইতিহাসই নিজের গল্প বলে। দর্শক সমাগমের দিক থেকে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন অমিতাভ বচ্চন। কিংবদন্তি এই অভিনেতা ১৬টি সিনেমায় তিন কোটি টিকিটের বেশি বিক্রি করেছেন, যা তাকে অন্য সব তারকার থেকে আলাদা করে তুলে ধরেছে। এই মর্যাদাপূর্ণ তালিকায় রয়েছেন দিলীপ কুমার (১১টি সিনেমা), ধর্মেন্দ্র (১০টি সিনেমা) এবং শাহরুখ খান, সালমান খান, আমির খান ও প্রভাসের মতো যুগের তারকারা।
এ ধরনের সাফল্য শুধু সিনেমার জনপ্রিয়তা নয়, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে দর্শকের সঙ্গে এক বিশেষ সম্পর্কের প্রতিফলন। সোনালী যুগের আইকন থেকে আজকের বড় তারকা, সবাই এই তালিকায় স্থান করে নিয়েছেন। ২০২৬ সালে যখন হিন্দি সিনেমায় বড় বাজেটের মুক্তি আসছে, তখন এই তালিকায় নতুন নাম যোগ হওয়া এবং পুনর্বিন্যাস হওয়া সম্ভব।
এই বিশাল দর্শক সমাগমই আসল বক্স অফিস শক্তি। এই তারকারা শুধু ভিড় আনার মাধ্যম নয়, বরং একটি সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের সূচনা করেছেন, যেখানে সিনেমা হয়ে উঠেছে মানুষের জীবনের এক অংশ।
আরআই/টিকে