দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আর মাধবনকে ২০২৬ সালের পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। প্রজাতন্ত্র দিবসের আগে ঘোষিত পদ্ম সম্মান তালিকায় নিজের নাম দেখে তিনি আবেগে ভাসছেন। ভারতীয় চলচ্চিত্রে দীর্ঘদিন ধরে অবদানের স্বীকৃতি হিসেবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই সম্মান দেওয়া হয়েছে।
মাধবন পদ্মশ্রী প্রাপ্তির পর বলেন, “কৃতজ্ঞতা এবং বিনয়ের সঙ্গে আমি এই সম্মান গ্রহণ করছি। এই প্রাপ্তি আমার কল্পনারও বাইরে। আমার পুরো পরিবারের পক্ষ থেকে এই সম্মান গ্রহণ করছি। তাঁদের সমর্থন ছাড়া আজ আমি এই জায়গায় পৌঁছতে পারতাম না। তাঁদের বিশ্বাসই আমার চালিকাশক্তি।” তিনি আরও জানান, এই সাফল্যের নেপথ্যে তাঁর শিক্ষক এবং শুভানুধ্যায়ীদের বড় অবদান রয়েছে। দর্শকের ভালোবাসা, উৎসাহ এবং ঈশ্বরের কৃপা মিলেই আজকের দিনটি এসেছে। মাধবনের কথায়, “এই সম্মান শুধু পুরস্কার নয়, বরং বিরাট দায়িত্ব। আমি শপথ করছি আগামী দিনেও সততা, বিনয় এবং নিষ্ঠার সঙ্গে আমার কাজ করে যাব।”

দক্ষিণ ভারতীয় সিনেমা থেকেই তাঁর উত্থান, পরবর্তীতে বলিউডেও সমান দাপট দেখিয়েছেন। তামিল, তেলুগু এবং হিন্দি সিনেমায় বহু ছবিতে অভিনয় করেছেন মাধবন। ২০০০ সালে মণিরত্নম পরিচালিত তামিল ছবি ‘আলাই পায়ুথে’-র মাধ্যমে রাতারাতি খ্যাতি পান তিনি। পরের বছরই বলিউডে পা রাখেন, ‘রেহনা হ্যায় তেরে দিল মে’ ছবিতে দিয়া মির্জার বিপরীতে অভিনয় দর্শকদের মনে গেঁথে থাকে। রোম্যান্টিক নায়ক হিসেবে পরিচিত হলেও পরবর্তীতে নানা ধরনের চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন। সম্প্রতি ব্লকবাস্টার ছবি ‘ধুরন্ধর’-এও দেখা গেছে মাধবনকে, যা রণবীর সিং অভিনীত এবং আদিত্য ধর পরিচালিত।
পিআর/টিকে