“বর্ডার ২” সিনেমায় নজর কেড়েছে বরুন ধাওয়ানের অভিনয়
মোজো ডেস্ক 10:35AM, Jan 26, 2026
“বর্ডার ২” মুক্তির আগে বলিউড অভিনেতা বরুন ধাওয়ানকে নিয়েছিলো কঠোর সমালোচনা। দর্শকরা প্রশ্ন তুলছিলেন, এমন একটি যুদ্ধভিত্তিক সিনেমায় বরুনের স্থান কতটা প্রাসঙ্গিক। তবে সিনেমা মুক্তির পর পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেছে। দর্শক এবং সমালোচকরা এখন বরুনের অভিনয়কে প্রশংসা করছেন-তার আবেগপ্রবণ, সপ্রতিভ এবং প্রভাবশালী পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করেছে।
সর্বাধিক নজর কেড়েছে বরুনের নিজস্ব ইমেজ থেকে সরে এসে পুরোপুরি সিনেমার আবেগপূর্ণ এবং দেশপ্রেমমূলক চরিত্রে নিজেকে উত্সর্গ করা। সানি দিওল পরিচালিত একাধিক অভিনেতার সিনেমায়ও বরুন নিজেকে ছাপিয়ে গেছেন এবং তার বহুমুখিতা প্রমাণ করেছেন। এর ফলে যারা আগে তাকে নিয়ে সন্দেহ করেছিল, তারা তার অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন।
“বর্ডার ২” বরুন ধাওয়ানের জন্য একটি বড় মোড়ের মতো-প্রমাণ করলো যে সঠিক চরিত্র এবং মনোভাব থাকলে তিনি সমালোচনা এবং প্রত্যাশার বাইরে নিজেকে তুলে ধরতে পারেন।