রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কর্মকর্তা নিয়োগে অনিয়মের অভিযোগ তুলেছে ছাত্রশিবির। তবে এসব অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেন, কর্মকর্তা নিয়োগের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি। এর আগেই অনিয়মের অভিযোগ তোলা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন।
তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের এক বছরে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে যে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, তা অতীতের কোনো উপাচার্যের সময়ে হয়নি।
রোববার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেরোবি শাখা।
সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, সম্প্রতি রেজিস্ট্রারসহ ২৬টি পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তিতে পূর্বে অনৈতিক প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্ত এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদোন্নতি পাওয়া ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে একই স্থানে পাল্টা সংবাদ সম্মেলন ডাকে শাখা ছাত্রদল। তারা উপাচার্যের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ‘অপপ্রচার’ বলে দাবি করেন।
পিআর/টিকে