২০২৬ সালের পদ্ম সম্মান তালিকায় ভারতীয় চলচ্চিত্র ও সঙ্গীত জগতের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা ভূষিত হয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রকের ঘোষণা অনুযায়ী, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে মরণোত্তর পদ্মবিভূষণ দেওয়া হচ্ছে। এই বছরে অন্য শিল্পীদের মধ্যে পদ্মবিভূষণ পেয়েছেন বেহালা বাদক এন রাজম।
পদ্মভূষণ বিজয়ীদের মধ্যে আছেন গায়িকা অলকা ইয়াগনিক, অভিনেতা মামুট্টি এবং বিজ্ঞাপন নির্মাতা পীযূষ পান্ডে। পদ্মশ্রী সম্মান পেয়েছেন অভিনেতা সতীশ শাহ, আর মাধবন, অনিল রাস্তোগি, অরবিন্দ বৈদ্য, রাজেন্দ্র প্রসাদ, ভারত সিং ভারতী। বাংলা থেকে পদ্মশ্রী পেয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
পূর্ণাঙ্গ তালিকায় রয়েছে পাঁচটি পদ্মবিভূষণ, ১১৩টি পদ্মশ্রী এবং ১৩টি পদ্মভূষণ পুরস্কার। এর মধ্যে ১৬টি মরণোত্তর পুরস্কার প্রদান করা হয়েছে। ধর্মেন্দ্রের পাশাপাশি সতীশ শাহ ও পীযূষ পান্ডেকেও মরণোত্তর সম্মান দেওয়া হয়েছে।
পদ্মবিভূষণ ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। এর পরে পদ্মভূষণ এবং পদ্মশ্রী-এর স্থান। ধর্মেন্দ্র ২০১২ সালে পদ্মভূষণ পেয়েছিলেন। উল্লেখযোগ্য, অভিনেতা মামুট্টি ১৯৯৮ সালে পদ্মশ্রী পেয়ে প্রায় ২৭ বছর পর পদ্মভূষণ লাভ করেন, যা তাঁর দুটি পদ্ম পুরষ্কারের মধ্যে সবচেয়ে দীর্ঘ ব্যবধান। চার দশকের অভিনয় জীবনে ধর্মেন্দ্রের ঝুলিতে ৪০০টিরও বেশি ছবি।
পিআর/টিকে