মুন্সীগঞ্জ জেলার (গজারিয়া ও সদর) উপজেলা নিয়ে গঠিত মুন্সীগঞ্জ-৩ আসনে ধানের শীষের প্রতীকের প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে বিএনপির শীর্ষ স্থানীয় দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মজিবুর রহমান এবং মুন্সীগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ফকির।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদেরকে বহিষ্কার করা হয়।
দলীয় নীতিমালা ও সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার অংশ হিসেবেই এই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।
একাধিক শীর্ষ স্থানীয় নেতা তাৎক্ষণিক তাদের প্রতিক্রিয়ায় বলেন, ভোটের মাঠে জনপ্রিয় প্রার্থীর পরাজয় নিশ্চিত করতে কেন্দ্রীয়ভাবে নালিস করে একে একে স্থানীয় বিএনপির নেতাদের বহিষ্কার করা হচ্ছে। তবে এই বহিষ্কারে কেউ ভীত নয়, ভোটের মাঠে এর কোনো প্রভাব পড়বে না।
এমআই/এসএন