পাকিস্তানের শোবিজ অঙ্গনের আলোচিত দম্পতি ইকরা আজিজ ও ইয়াসির হুসেনের সংসারে ফের আনন্দের খবর। দ্বিতীয়বারের মতো বাবা–মা হয়েছেন এই তারকা দম্পতি। তাঁদের ঘরে এসেছে কন্যাসন্তান। সুখবরটি নিজেই জানিয়েছেন অভিনেতা ও লেখক ইয়াসির হুসেন।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে এই সুখবর ভক্তদের সঙ্গে ভাগ করে নেন ইয়াসির। হাসপাতালের একটি শনাক্তকরণ ব্যান্ডের ছবি প্রকাশ করে তিনি কন্যাসন্তানের আগমনের কথা জানান। একই সঙ্গে বিশেষ এই মুহূর্তে স্ত্রী ইকরা আজিজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তবে নবজাতকের নাম কিংবা মুখ এখনো প্রকাশ করেননি দম্পতি।
এর আগে গত বছরের নভেম্বরে দ্বিতীয়বার বাবা–মা হওয়ার সুখবর জানিয়েছিলেন ইকরা ও ইয়াসির। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বেবি বাম্পসহ ছবি প্রকাশ করে ইকরা আজিজ লিখেছিলেন, সুখের সঙ্গে তাঁদের পরিবার চার জনের হতে চলেছে। সেই ঘোষণার পর থেকেই ভক্তদের মধ্যে অপেক্ষা ও কৌতূহল তৈরি হয়েছিল।
উল্লেখ্য, ইকরা–ইয়াসির দম্পতির আগে থেকেই একটি পুত্রসন্তান রয়েছে। তাঁদের প্রথম সন্তান কবির হুসেনের জন্ম হয় ২০২১ সালের জুলাই মাসে। বিভিন্ন সাক্ষাৎকারে ইয়াসির হুসেন পিতৃত্বের অভিজ্ঞতা ও সন্তানের সঙ্গে কাটানো আবেগঘন মুহূর্তের কথা তুলে ধরেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, পর্যাপ্ত সামর্থ্য থাকলে পরিবার বড় করা যেতে পারে, তবে সন্তান নেওয়ার সিদ্ধান্তে নারীর ইচ্ছাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত।
২০১৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ইকরা আজিজ ও ইয়াসির হুসেন। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ইকরা আজিজ পাকিস্তানের টেলিভিশন জগতে বহু আলোচিত নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকের ভালোবাসা অর্জন করেছেন। দ্বিতীয় সন্তানের আগমনে তাঁদের পরিবারে নতুন করে আনন্দ ও উচ্ছ্বাসের আবহ তৈরি হয়েছে।
এমকে/এসএন