বলিউডে এবার প্রকাশ্য বিবাদে জড়ালেন অভিনেত্রী সারা আলি খান ও নেটমাধ্যমে পরিচিত মুখ ওরি। শুরুতে বিষয়টিকে নিছক ঠাট্টা বা রসিকতা বলে মনে হলেও ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠেছে, দুজনের বন্ধুত্বে বড় ধরনের ফাটল ধরেছে। পরিস্থিতি এতটাই ঘোরালো হয়েছে যে সারার মা অমৃতা সিংহের নাম নিয়েও ব্যঙ্গ করতে ছাড়েননি ওরি। এই ঘটনায় নেটদুনিয়ায় শুরু হয়েছে তীব্র বিতর্ক।
সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রিল ভিডিও পোস্ট করেন ওরি। সেখানে তিনি কিছু নামকে ‘সবচেয়ে খারাপ নাম’ হিসেবে উল্লেখ করেন। সেই তালিকায় ছিল অমৃতা, সারা ও পলক নাম। বিষয়টি নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন সারার অনুরাগীরা। কারণ, সারার মায়ের নাম অমৃতা সিংহ এবং তাঁর ভাই ইব্রাহিম আলি খানের সঙ্গে পলক তিওয়ারির নাম দীর্ঘদিন ধরেই আলোচনায়। ফলে অনেকের ধারণা, ইচ্ছাকৃতভাবেই সারার পরিবারকে লক্ষ্য করে কটাক্ষ করেছেন ওরি।
এখানেই থামেননি তিনি। আরেকটি ছবিতে অন্তর্বাসের নকশা আঁকা টি শার্ট পরে হাজির হন ওরি। ছবিটি ঘিরে এক অনুরাগীর প্রশ্নের উত্তরে তিনি মন্তব্য করেন, এই অন্তর্বাস নাকি “সারা আলি খানের সফল সিনেমা ধরে রাখার জন্য।” প্রথমে অনেকেই ভেবেছিলেন, বিষয়টি হয়তো নিছক মজা। কিন্তু পরে আরও একটি মন্তব্যে ওরি বলেন, সারা নাকি নিজের ক্যারিয়ার দেখেই হাসছেন। এই বক্তব্যের পরই পরিষ্কার হয়ে যায়, দুজনের মধ্যে সম্পর্ক যে আর স্বাভাবিক নেই।
ওরির এই মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন সারার ভক্তরা। তাঁদের মতে, প্রকাশ্যে এমন কুরুচিপূর্ণ মন্তব্য শুধু অভিনেত্রীকেই নয়, তাঁর পরিবারকেও অপমান করার শামিল। অনেকেই এটিকে মানসিক হয়রানি বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে, ওরির কিছু অনুসারী তাঁর মন্তব্যে সমর্থন জানালেও বিতর্ক আরও ঘনীভূত হয়েছে।
একসময় সারা ও ওরিকে একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যেত। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁদের বন্ধুত্বের নানা মুহূর্ত ধরা পড়ত। কিন্তু বর্তমান পরিস্থিতি একেবারেই ভিন্ন। সামাজিক যোগাযোগমাধ্যমে ওরিকে অনুসরণ করা বন্ধ করে দিয়েছেন সারা ও তাঁর ভাই ইব্রাহিম যা দুজনের সম্পর্ক ভেঙে যাওয়ারই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন নেটিজেনরা।
তবে এ বিষয়ে এখনো পর্যন্ত সারা আলি খান বা তাঁর প্রতিনিধিদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে বলিউডে নতুন করে প্রশ্ন উঠছে এই দ্বন্দ্ব কি শুধুই ব্যক্তিগত মনোমালিন্য, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো কারণ?
এমকে/টিএ